বরখাস্ত হলেন রাবির তিন শিক্ষক, দুই শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল
বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) তিন শিক্ষককে বরখাস্ত, দুই শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল ও একজনকে আজীবনসহ তিন শিক্ষার্থীকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারনী ফোরাম সিন্ডিকেটের ৫৪৪তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর) রাত ১০টায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদারের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী শাস্তির মুখে পড়া শিক্ষকরা :
| শিক্ষকের নাম | বিভাগ | অভিযোগের প্রকৃতি ও শাস্তি |
| অনীক কৃষ্ণ কর্মকার | ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল | শিক্ষক হওয়ার জন্য আবেদন যোগ্যতার ফলাফল না থাকা, শিক্ষার্থীদের সঙ্গে অশিক্ষকসুলভ আচরণ ও হুমকি। শাস্তি: ৩ বছরের জন্য সাময়িক বরখাস্ত ও ১০ বছর পরীক্ষা সংক্রান্ত কাজ থেকে বিরত রাখা। |
| অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার | পরিসংখ্যান | এক ছাত্রীকে ব্যক্তিগত কক্ষে ডেকে যৌন হয়রানির অভিযোগ। শাস্তি: বরখাস্ত। |
| সহযোগী অধ্যাপক মোহাম্মদ হেদায়েত উল্লাহ | ফাইন্যান্স | একই বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগ। শাস্তি: বরখাস্ত। |
শাস্তি পাওয়া শিক্ষার্থীরা :
ছাত্রত্ব বাতিল: ২ জন শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল করা হয়েছে।
স্থায়ী ও সাময়িক বহিষ্কার: ১ জন শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিষ্কার এবং ২ জন শিক্ষার্থীকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।
সিন্ডিকেটের তারিখ থেকে উল্লিখিত সিদ্ধান্তগুলো কার্যকর হবে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/148857