বগুড়া শহরের চাঁদনী বাজার মোড় আজও হয়নি ক্লক টাওয়ার নির্মাণ দখল-দূষণে অন্তহীন দুর্ভোগ

বগুড়া শহরের চাঁদনী বাজার মোড় আজও হয়নি ক্লক টাওয়ার নির্মাণ দখল-দূষণে অন্তহীন দুর্ভোগ

স্টাফ রিপোর্টার : বগুড়া শহরের অন্যতম ব্যস্ততম এলাকা চাঁদনী বাজার (কাঁঠালতলা মোড়)। এই শহরের প্রধান দুই বাজার-রাজা ও ফতেহ আলী বাজার, চুড়িপট্টি, নিউ মার্কেটসহ বেশকিছু গুরুত্বপূর্ণ এবং বড় ব্যবসাপ্রতিষ্ঠান থাকায় সকাল থেকে রাত পর্যন্ত এই এলাকায় ভিড় ও যানজট লেগেই থাকে।

এই যানজট নিরসনের জন্য এক যুগেরও বেশি সময় আগে এই মোড়ের মাঝের ছোট্ট মার্কেটটি ভেঙে জায়গাটি ফাঁকা করে দেওয়া হয়। বেশ কয়েক বছর এরকম চলার পর বছর তিনেক আগে এখানে ত্রিভুজ আকৃতির একটি স্থাপনা নির্মাণ করে বগুড়া পৌরসভা। ওই ত্রিভুজাকৃতির স্থাপনায় ক্লক টাওয়ার নির্মাণের কথা ছিল বগুড়া রোটারী ক্লাবের। তবে আজও তা নির্মাণ হয়নি। এই ক্লক টাওয়ার নির্মাণ না হওয়ায় ব্যস্ততম চাঁদনী বাজার মোড়কে রাস্তার পরিবর্তে ব্যবসা কেন্দ্রে পরিণত করেছেন অসাধু ব্যবসায়ীরা। এই ত্রিভুজাকৃতির স্থাপনার তিন পাশসহ গোটা চাঁদনী বাজার সড়ক এখন ভ্রাম্যমাণ অসাধু ব্যবসায়ীদের দখলে। ফুটপাত ছেড়ে দখল ছড়িয়েছে রাস্তার ওপর। ফুটপাত দখল করে রাস্তা ভাড়া দিচ্ছেন মার্কেটের ব্যবাসয়ীরা। প্রভাবশালী রাজনৈতিক দলের স্থানীয় কিছু নেতাকর্মী এবং পৌরসভার নাম করে কিছু অসাধু ব্যক্তি এখানে প্রতিদিন তুলছেন হাজার হাজার টাকার চাঁদা। প্রশাসনের সাথে ইঁদুর-বেড়াল খেলায় মানুষের দুর্ভোগ বেড়েছে বহুগুণ। ক্লক টাওয়ার নির্মাণ না হলেও জায়গাটি ঘিরে জমজমাট চলছে বিভিন্ন পণ্যের বেচাকেনা। পাশাপাশি রাস্তা দখল করে পাল্লা দিয়ে রাখা হয় মোটারসাইকেল, অটোরিকশাসহ বিভিন্ন পণ্য ওঠানামা করানোর গাড়ি। সবমিলে ময়লার স্তুপ, দুর্গন্ধ, রাস্তা দখল, ভ্রাম্যমাণ দোকানীদের দৌড়াত্মে মোড়টি পরিণত হয়েছে এক ঘিঞ্জি নোংরা এলাকায়। ‘ক’ শ্রেণির এই পৌরসভার অতিগুরুত্বপূর্ণ এমন এলাকার হতশ্রী দশায় মর্মাহত শহরবাসী।

তারা মনে করছেন, দীর্ঘ দিন পৌরসভার কোন অভিভাবক না থাকা এবং প্রশাসনের সব বিভাগের দায়িত্বশীলতার অভাবে এমন দুর্দশা। মাঝে মাঝে লোক দেখানো অভিযান পরিচালনা করা হলেও অসাধু স্থায়ী ব্যবসায়ীরাও জায়গাটিকে দুর্ভোগের কারণ করে রেখেছেন অভিযাগ তাদের।

এদিকে ক্লক টাওয়ার নির্মাণের ব্যাপারে জানতে চাইলে রোটারী ক্লাব অব বগুড়ার পি পি ও বগুড়া প্রেস ক্লাবের সভাপতি রেজাউল হাসানা রানু বলেন, চাঁদনী বাজার মোড় ক্লক টাওয়ার নির্মাণের কাজ চলমান ছিল। গত বছরের জুলাই-আগস্টের আন্দোলনের সময় রেলিং খুলে নিয়ে যাওয়া এবং পরবর্তীতে পৌরসভার নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় কাজটি আর এগোয়নি। এছাড়াও কাজের অগ্রগতি থেমে যাওয়ার পিছনে বাজেট বেড়ে যাওয়ায় একটি কারণ।

তিনি জানান, গত সপ্তাহেও ক্লাবের সাপ্তাহিক সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। আশা করা হচ্ছে-১৬ ডিসেম্বরের পর কাজ শুরু হবে এবং আগামী বছরের শুরুতেই ক্লক টাওয়ার দেখতে পাবেন বগুড়াবাসী।   

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/148853