দেশের সর্বনিম্ন তাপমাত্রা দিনাজপুরে ১১.৫ ডিগ্রি সেলসিয়াস

দেশের সর্বনিম্ন তাপমাত্রা দিনাজপুরে ১১.৫ ডিগ্রি সেলসিয়াস

দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুরে গতকাল বুধবার দেশের সর্বনিম্ন ১১.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এবং বাতাসের তীব্রতাও ছিল বেশি। দীর্ঘ গরমের পর গতকাল বুধবার তীব্র শীত এবং বাতাসের তীব্রতায়  মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষ কাহিল হয়ে পড়ে। তীব্র শীতের কারণে শ্রমজীবী মানুষ বিপাকে পড়ে।

অনেকে কাজ পান অনেকে কাজ না পেয়ে বাড়ি ফিরে যান। শীতের তীব্রতা বেড়ে যাওয়ার সাথে সাথে গরম কাপড়ের মূল্য বৃদ্ধি পেয়েছে। কাজকর্ম না থাকার কারণে মধ্যবিত্ত, নিম্নবিত্ত মানুষ গরম কাপড় কিনতে না পেরে সন্তানসহ পরিবার নিয়ে দুশ্চিন্তায় পড়েছে। 

দিনাজপুর আবহাওয়া অফিসের কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, গত ২৪ঘন্টায় এ জেলায় ১১.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তিনি জানান, এখন পর্যন্ত চলতি শীত মৌসুমে এটিই এ জেলায় এবং সারাদেশের  মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা। গত ২৪ ঘন্টায় এ জেলায় বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় ৫ কিলোমিটার (উত্তর-পশ্চিম হতে) এবং বাতাসের গড় আদ্রতা ছিল ৮১ শতাংশ।

 

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/148836