তাড়াশে অবৈধভাবে পুকুর খনন ঠিকাদারের ৯৫ হাজার টাকা জরিমানা

তাড়াশে অবৈধভাবে পুকুর খনন ঠিকাদারের ৯৫ হাজার টাকা জরিমানা
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে অবৈধভাবে পুকুর খননের দায়ে এক ঠিকাদারকে ৯৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত মঙ্গলবার রাত সাড়ে ১১টায় উপজেলার নওগাঁ এলাকায় উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
 
জানা যায়, উপজেলার নওগাঁ ইউনিয়নের মাটিয়া মালিপাড়া গ্রামের ফসলের মাঠে মোশারফ হোসেন নামের এক ঠিকাদার অবৈধভাবে পুকুর খনন করছিলেন। এলাকাবাসীর অভিযোগ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান অভিযান পরিচালনা করে ঠিকাদারের তিন সহযোগীকে আটক করেন। এরপর ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদেরকে ৯৫ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়। ঠিকাদার মোশারফ হোসেন তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা জমা দেওয়ায় মুচলেকায় তার তিন সহযোগীদের ছেড়ে দেওয়া হয়। 
 
তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান বলেন, তাড়াশের ফসলি মাঠে কোনোভাবেই পুকুর খনন করতে দেওয়া হবে না। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
 

 

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/148823