প্রাক্তনের সঙ্গে ফের সম্পর্ক, নতুন প্রজন্মের ট্রেন্ড
লাইফষ্টাইল ডেস্ক : সম্পর্ক ভাঙার পর সাধারণত যোগাযোগও বন্ধ হয়ে যায়। যাকে আগে ছাড়া এক মুহূর্তও কল্পনা করা যেত না, ব্রেকআপের পর সেই ব্যক্তির সঙ্গে সব ধরনের যোগাযোগ থেমে যায়।
কিন্তু নতুন প্রজন্ম, বিশেষ করে জেন জিদের মধ্যে সম্পর্কের ধরনে এক নতুন প্রবণতা দেখা যাচ্ছে। অনেক তরুণ-তরুণী ভাঙা সম্পর্ক পুনরায় জোড়া লাগিয়ে প্রাক্তনের সঙ্গে সম্পর্ক শুরু করছেন। যদিও এটি কিছুদের কাছে অস্বাভাবিক মনে হতে পারে, বর্তমানে এটি একটি ট্রেন্ডে পরিণত হয়েছে। এই পুনরায় সম্পর্ক গড়ার ধারা বা প্রক্রিয়াকেই বলা হয় সার্কুলার রিলেশনশিপ।
সার্কুলার রিলেশনশিপ কী?
সার্কুলার রিলেশনশিপ বলতে ভাঙা সম্পর্ককে আবার জোড়া লাগানো বা প্রাক্তনকে দ্বিতীয় সুযোগ দেয়া বোঝায়। যদি পুরোনো সম্পর্ক ভাঙার কয়েক বছর পর সেই যুগল আবার মিলিত হয়, সেটিই সার্কুলার রিলেশনশিপ। বিশেষজ্ঞরা বলছেন, দ্বিতীয়বার একই ব্যক্তির সঙ্গে সম্পর্ক সব সময় ভুল হয় না। বরং এবার সম্পর্কটা আরও পরিপক্ক হতে পারে, কারণ অতীতে করা ভুলগুলো এড়িয়ে চলা যায় এবং সম্পর্ককে আরও মজবুত করার দিকে মনোযোগ দেয়া সম্ভব হয়।
সার্কুলার রিলেশনশিপ কেন ট্রেন্ডে?
এটি এখন ট্রেন্ডে থাকার মূল কারণ হলো ‘সিনেমার মতো জীবনধারা’। প্রথমে আমরা কারও সঙ্গে দেখা করি, ডেটে যাই, প্রেমে পড়ি এবং সম্পর্কের আরাম অনুভব করি। সময়ের সঙ্গে একে অপরের অভ্যাস বা ত্রুটি লক্ষ্য করি, যা ধীরে ধীরে সংঘর্ষ এবং বিচ্ছেদের দিকে ঠেলে দেয়। কিন্তু রাগ কমার পর অনেকেই প্রাক্তনকে মিস করতে শুরু করেন। তাদের উপস্থিতি, হাসি, সান্ত্বনা—সবকিছুই আকর্ষণীয় হয়ে ওঠে। তখন নতুন কাউকে খুঁজে শুরু করার চেয়ে পরিচিত কারোর সঙ্গে সম্পর্ক পুনরায় শুরু করা সহজ মনে হয়।
প্রাক্তন মানেই সবসময় টক্সিক বা খারাপ নয়। অনেক সময় পরিস্থিতির চাপের কারণে ব্রেকআপ হয়। বিচ্ছেদের পর প্রাক্তনের গুরুত্ব বোঝা যায়। নতুন মানুষের সঙ্গে মেলামেশার পরও সেই স্পার্ক বা অনুভূতি ফিরে আসে না, যা আগে প্রাক্তনের সঙ্গে ছিল। বন্ধুত্ব বা বন্ডিং মিস করতে থাকায় বহু মানুষ আবার প্রাক্তনের কাছে ফিরে যান।
সার্কুলার রিলেশনশিপ মজবুত করার উপায়:
প্রাক্তনের কাছে ফিরে আসা সহজ কাজ নয়। যোগাযোগের আগে কিছু বিষয় মাথায় রাখা জরুরি। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো দুই পক্ষের মধ্যে একই অনুভূতি থাকা। পূর্বের ভুল বোঝাবুঝি এবং তিক্ততা মিটিয়ে নতুন সম্পর্ক শুরু করা উচিত। পুরোনো রাগ ও অভিমান নতুন সম্পর্কের সঙ্গে যুক্ত করা ঠিক নয়।
সার্কুলার রিলেশনশিপে যাওয়ার সময় পুরোনো কথা মনে রাখা বা আগের তিক্ত মুহূর্তগুলো টানার প্রবণতা ত্যাগ করতে হবে। যখনই কোনো ঝগড়া বা মনোমালিন্য হয়, পুরোনো ঘটনা টেনে আনলে সম্পর্ক টিকে থাকতে পারবে না। তাই দ্বিতীয় সুযোগের পুরো সম্ভাবনা কাজে লাগাতে হলে অতীতকে পেছনে ফেলে নতুন করে শুরু করা সবচেয়ে ভালো।