রোহিতের পর এবার ভারতের ঘরোয়া ক্রিকেটে কোহলিও
স্পোর্টস ডেস্কঃ অবশেষে দীর্ঘ বিরতির পর ঘরোয়া ক্রিকেটে ফিরছেন ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলি। আসন্ন ঘরোয়া ৫০ ওভারের টুর্নামেন্ট 'বিজয় হাজারে ট্রফি’তে দিল্লির হয়ে খেলার জন্য নিজের প্রাপ্যতার (availability) কথা জানিয়েছেন তিনি। দিল্লি ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশন (ডিডিসিএ) বিষয়টি নিশ্চিত করেছে।
কোহলির ফেরা এবং ডিডিসিএ-র ভাষ্য ডিডিসিএ সভাপতি রোহন জেটলি মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় ‘ক্রিকবাজ’কে বলেন, ‘হ্যাঁ, খবরটি সঠিক। তিনি (কোহলি) খেলার জন্য নিজের প্রাপ্যতার কথা জানিয়েছেন।‘
তবে ২৪ ডিসেম্বর থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত চলা এই টুর্নামেন্টের সব ম্যাচে কোহলিকে নাও দেখা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
কোহলি সর্বশেষ বিজয় হাজারে ট্রফিতে খেলেছিলেন ২০০৯-১০ মৌসুমে। সেই আসরে সচিন টেন্ডুলকারের প্রথম ওয়ানডে দ্বিশতক হাঁকানো দক্ষিণ আফ্রিকা সিরিজের ঠিক আগেই তিনি শেষবার মাঠে নেমেছিলেন। ১৪টি বিজয় হাজারে ম্যাচে তাঁর গড় ৬৮.২৫।
বিসিসিআইয়ের নীতি এবং কোহলির অবস্থান পরিবর্তন কোহলির ঘরোয়া ক্রিকেট খেলার এই সিদ্ধান্তকে বিসিসিআইয়ের নীতির প্রতি সম্মান প্রদর্শন হিসেবেই দেখা হচ্ছে।
এর আগে রাঁচিতে প্রথম ওয়ানডের পর কোহলি বলেছিলেন, প্রস্তুতির চেয়ে মানসিক শক্তিই তাঁর কাছে এখন বেশি গুরুত্বপূর্ণ—যা বোর্ডের বর্তমান নির্দেশনার কিছুটা বিপরীত ছিল।
ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর এবং প্রধান নির্বাচক অজিত আগারকার স্পষ্ট করে দিয়েছিলেন যে, জাতীয় দলের ডিউটি না থাকলে তারকা ক্রিকেটারদের ঘরোয়া লিগে খেলতেই হবে। সেই নীতির আাওতাতেই রোহিত শর্মাও মুম্বাইয়ের হয়ে খেলার সম্মতি জানিয়েছেন।