বিশ্বকাপের দল গোছানো হয়ে গেছে : লিটন

বিশ্বকাপের দল গোছানো হয়ে গেছে : লিটন

স্পোর্টস ডেস্ক : গতকাল সিরিজ নির্ধারণী ম্যাচে আইরিশদের দেওয়া ১১৮ রানের লক্ষ্য তাড়া করে ৮ উইকেটে ম্যাচ জেতে বাংলাদেশ। লিটনের নেতৃত্বে হার দিয়ে বছর শুরু করলেও শেষটা হলো জয়ে।

গত মে মাসে আরব আমিরাতের কাছে ২-১ ব্যবধানে সিরিজ হার ছিল হতাশ করা। পাকিস্তান সফরে তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ। লিটনের ভাগ্যের শিকে ছিড়ে শ্রীলঙ্কা সফরে। পিছিয়ে পড়েও ২-১ ব্যবধানে সিরিজ জেতে টাইগাররা। এই সিরিজ জয়ের ধারা বহাল ছিল আফগানিস্তান বিপক্ষে সিরিজ পর্যন্ত। তবে অক্টোবরে দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ হওয়া ছিল চিন্তার বিষয়। আয়ারল্যান্ডকে হারিয়ে সেই দুশ্চিন্তার ভারমুক্ত হলেন লিটনরা। 

সদ্য সমাপ্ত সিরিজ নিয়ে লিটন বলেন, ‘শুরুতে বলেছিলাম, চাপের মধ্যে খেলে ম্যাচগুলো যেন জিততে পারি। প্রথম ম্যাচে ভালোই চাপে পড়েছিলাম। দুর্ভাগ্য জিততে পারিনি। সেখান থেকে টানা দুটি ম্যাচ জিতে অন্তত সিরিজটা জিততে পেরেছি। আমাদের এই দলটা খুব ভালো ফিল্ডিং করছিল না। এবারের তিনটি ম্যাচে দারুণ সব ক্যাচ নিয়েছি। ফিল্ডিংয়ের দিক দিয়ে বলতে পারি অনেক উন্নতি দেখা গেছে।’ লিটনের কথায়, ‘এই সিরিজের আগেই বিশ্বকাপের দল গোছানো হয়ে গেছে। এশিয়া কাপ থেকেই দল প্রস্তুত ছিল। এই খেলোয়াড়রাই টানা খেলছে। এখন খেলোয়াড়রা বিপিএলে খেলবে। তারা যেখানেই খেলুক জাতীয় দলে এসে বিশ্বকাপে ভালো করলেই আমি খুশি।’

বিশ্বকাপের আগে শেষ আন্তর্জাতিক সিরিজ হওয়ায় ব্যাটিং অর্ডারে কিছুটা ওপর নিচ করে পরিস্থিতি বোঝার সুযোগ করে দেয় টিম ম্যানেজমেন্ট। পারভেজ হোসেন ইমনকে পরিকল্পিতভাবেই চার নম্বরে খেলানো হয়েছে বলে জানান অধিনায়ক, ‘সাইফকে চারে যথেষ্ট দেখা হয়েছে। চিন্তা করে দেখলাম ইমনকেও পরখ করে দেখি। কারণ ভিন্ন পজিশনে খেলার অভিজ্ঞতা থাকলে নেতিবাচক চিন্তা করবে না। আমার মনে হয় সব মিলিয়ে ইমন ভালো খেলেছে।’ বিপিএলে ভালো করে অন্যদেরও বিশ্বকাপ দলে জায়গা করে নেওয়ার সুযোগ আছে বলে জানান লিটন। 

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/148775