প্রিমিয়ার লিগে হাল্যান্ডের গোলের সেঞ্চুরি, রোমাঞ্চকর জয় ম্যানসিটির
স্পোর্টস ডেস্ক: প্রিমিয়ার লিগে চলতি মৌসুমটা ভালো যাচ্ছে না ম্যানসিটির। উত্থান-পতনের লড়াইয়ে ফের জয়ের দেখা পেল সিটিজেনরা। এবার লড়াই হলো জমজমাট। তাতে ফুলহ্যামের বিপক্ষে ৫-৪ গোলে জিতেছে পেপ গার্দিওলার দল। ম্যাচে স্কোরারের তালিকায় নাম লিখিয়ে গোলের সেঞ্চুরি স্পর্শ করেছেন আর্লিং হাল্যান্ড।
সিটিজেনদের হয়ে জোড়া গোল করেছেন ফিল ফোডেন। একটি গোলের সঙ্গে সতীর্থদের দিয়ে আরও দুটি গোল করিয়েছেন হাল্যান্ড। বাকি দুটির একটি করেন দিজানি রেইন্ডার্স আর অন্যটি আত্মঘাতি গোলের সৌজন্যে।
এই ম্যাচে গোল কটে প্রিমিয়ার লিগে ১১১ ম্যাচে হাল্যান্ডের গোল এখন ১০০। লিগটির ইতিহাসে সবচেয়ে দ্রুততম ম্যাচে গোলের সেঞ্চুরি স্পর্শ করার রেকর্ডটি এখন তার। ২৫ বছর বয়সী এই স্ট্রাইকার ভেঙে দিয়েছেন ১২৪ ম্যাচে এই মাইলফলক স্পর্শ করা অ্যালান শিয়ারার।
প্রিমিয়ার লিগে চলতি মৌসুমে এখন পর্যন্ত সর্বোচ্চ গোলও হাল্যান্ডের। ১৪ ম্যাচে তার গোল সংখ্যা ১৫। ব্রেন্টফোর্ডের ইগর তিয়াগো ১১ গোল নিয়ে আছেন দুইয়ে।
১৪ ম্যাচে ৯ জয় ও ১ ড্রয়ে ২৮ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে সিটি। তাদের চেয়ে ২ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে আর্সেনাল, একটি ম্যাচ অবশ্য কম খেলেছে তারা।.তৃতীয় স্থানে চেলসির পয়েন্ট ২৪, তারাও খেলেছে ১৩ ম্যাচ।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/148760