ইউরোপ যুদ্ধ চাইলে প্রস্তুত পুতিন

ইউরোপ যুদ্ধ চাইলে প্রস্তুত পুতিন

আন্তর্জাতিক ডেস্ক :  ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে আলোচনা করতে রাশিয়ায় গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জামাতা জ্যারেড কুশনার। তবে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা পর্যন্তও তাদের সঙ্গে বৈঠকে বসেননি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরমধ্যেই তিনি ইউরোপের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়েছেন।

মঙ্গলবার (২ ডিসেম্বর) মস্কোর এক বিনিয়োগ ফোরামে পুতিন ইউরোপকে শান্তি প্রক্রিয়া নস্যাৎ করার অভিযোগ করেন। ইউক্রেন যুদ্ধ বন্ধে ইউরোপ যে শর্ত দিচ্ছে, সেগুলো রাশিয়ার কাছে গ্রহণযোগ্য নয় বলেও সতর্ক করেন তিনি। পুতিন বলেন, “আমরা ইউরোপের সঙ্গে লড়াই চাই না, কিন্তু তারা যদি লড়াই চায়—রাশিয়া প্রস্তুত।”

রাশিয়ার এ অবস্থানকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য আলোচনার আগে ইউরোপের উদ্দেশে শক্ত বার্তা হিসেবে দেখা হচ্ছে। এতে ভেস্তে যেতে পারে পুতিন–উইটকফ বৈঠকও।

এদিকে ডাবলিন সফরে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, যুদ্ধ শেষ করার এখন উপযুক্ত সময় তৈরি হয়েছে। পুতিনের সঙ্গে আলোচনার পর যুক্তরাষ্ট্রের সরাসরি বার্তার অপেক্ষায় আছেন তিনি। একইসঙ্গে ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসতেও প্রস্তুত রয়েছেন জেলেনস্কি—তবে সেটি মস্কো আলোচনার ফলের ওপর নির্ভর করবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/148754