দেশের বাজারে আসছে নতুন ডিজাইনের ৫০০ টাকার নোট
বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্যকে সামনে রেখে তৈরি নতুন ডিজাইনের ৫০০ টাকার নোট আগামী বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বাজারে আসছে। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক নতুন সিরিজে সব মূল্যমানের নোট মুদ্রণের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই মধ্যে ১০০০, ১০০, ৫০ ও ২০ টাকার নোট বাজারে প্রচলনে দেওয়া হয়েছে। এবার প্রথমবারের মতো গভর্নর ড. আহসান এইচ. মনসুর স্বাক্ষরিত নতুন ৫০০ টাকার নোট বাজারে আসছে। নোটটি প্রাথমিকভাবে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে।
ডিজাইন ও বৈশিষ্ট্য
নতুন নোটটির আকার ১৫২ মি.মি. × ৬৫ মি.মি। সম্মুখভাগে বাম পাশে কেন্দ্রীয় শহীদ মিনারের ছবি এবং মাঝখানে জাতীয় ফুল শাপলার ব্যাকগ্রাউন্ড মুদ্রিত রয়েছে। পেছনভাগে রাখা হয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের ছবি।
জলছাপ হিসেবে রয়েছে রয়েল বেঙ্গল টাইগারের মুখ ও ইলেকট্রোটাইপে ‘৫০০’। নোটের রঙে সবুজের আধিক্য থাকলেও ডানদিকের কোণায় থাকা মূল্যমান ‘৫০০’ উন্নতমানের নিরাপত্তা কালি দিয়ে মুদ্রিত, যা নাড়াচাড়া করলে সবুজ থেকে নীল রঙে পরিবর্তিত হয়।
নোটটিতে ৪ মি.মি. চওড়া লাল ও স্বর্ণালি বারের সমন্বয়ে পেঁচানো নিরাপত্তা সুতা ব্যবহার করা হয়েছে। নোট নড়ালে লাল অংশ সবুজ হয়ে যায় এবং ‘৫০০ টাকা’ লেখা দেখা যায়। স্বর্ণালি বারটি আলোয় রংধনুর মতো ঝলক দেয়।
দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য সামনে ডানদিকে নিচে পাঁচটি ছোট উঁচুনিচু বৃত্ত যুক্ত করা হয়েছে। নোটে ব্যবহৃত ইন্টাগ্লিও কালি বিভিন্ন অংশে স্পর্শে উঁচুনিচু অনুভূতি সৃষ্টি করবে।
নোটের কাগজে ছড়ানো লাল, নীল ও সবুজ ফাইবার এবং শাপলার ব্যাকগ্রাউন্ড আল্ট্রাভায়োলেট আলোতে দৃশ্যমান হবে। উভয় পৃষ্ঠে ইউভি-কিউরিং ভার্নিশ ব্যবহারের ফলে নোটটি হালকা চকচকে দেখাবে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নতুন ডিজাইন ও নিরাপত্তা বৈশিষ্ট্য যুক্ত এই নোট ধীরে ধীরে সারা দেশে প্রচলনে আনা হবে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/148752