নাটোরে ডাম্পট্রাকের ধাক্কায় সেনাবাহিনীর সার্জেন্ট নিহত

নাটোরে ডাম্পট্রাকের ধাক্কায় সেনাবাহিনীর সার্জেন্ট নিহত

নাটোর ও বড়াইগ্রাম প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামে ডাম্পট্রাকের ধাক্কায় মোঃ মামুনুর রশিদ নামে সেনাবাহিনীর এক সার্জেন্ট নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধ্যা সাতটার দিকে বড়াাইগ্রাম উপজেলার বনপাড়া-লালপুর সড়কের বাহিমালি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মামুনুর রশিদ লালপুর উপজেলার ময়না গ্রামের আব্দুল মজিদের ছেলে এবং সেনাবাহিনীতে সার্জেন্ট পদে কর্মরত ছিলেন।

বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর সুমন চন্দ্র দাস জানান, রামু সেনানিবাসে কর্মরত প্রথম বীর ব্যাটালিয়নের সার্জেন্ট মামুনুর রশিদ ছুটি শেষে নিজ ইউনিটে যোগদানের জন্য আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে লালপুর উপজেলার ময়না গ্রাম থেকে ইজিবাইকে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া বাসস্ট্যান্ডে যাচ্ছিলেন।

পথে বাহিমালি এলাকায় পৌঁছালে একটি ডাম্পট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। এসময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/148746