সংস্কারের অভাবে মুছে যাচ্ছে বগুড়া আদমদীঘির বীর মুক্তিযোদ্ধাদের নামের ফলক

সংস্কারের অভাবে মুছে যাচ্ছে বগুড়া আদমদীঘির বীর মুক্তিযোদ্ধাদের নামের ফলক

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : অবহেলা, রক্ষনাবেক্ষন ও সংস্কারের অভাবে প্রায় ১৭ বছর আগে মহান মুক্তিযুদ্ধে শহীদ ও জীবিত বীর মুক্তিযোদ্ধাদের নামে বগুড়ার আদমদীঘি উপজেলার বিভিন্ন সড়কে নির্মিত নাম ফলক মুছে স্মৃতিচিহ্ন বিলিন হতে চলেছে।

অবিলম্বে তাদের নামের ফলকগুলো সংস্কারসহ অবশিষ্ট শহিদ, প্রয়াত ও জীবিত সকল বীর মুক্তিযোদ্ধাদের নামে বিভিন্ন সড়কে নামকরণের ফলক নির্মানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বীর মুক্তিযোদ্ধারা দাবি জানিয়েছেন। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে আদমদীঘি উপজেলার প্রায় ৫শতাধিক যুবক অংশ নেন। এরমধ্যে সেনাবাহিনীর ২জন সদস্যসহ ২৫জন বীর মুক্তিযোদ্ধা পাক হানাদার বাহিনীর সাথে যুদ্ধে শহীদ হন।

ওইসব শহিদ বীর মুক্তিযোদ্ধাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে এবং মুক্তিযুদ্ধে বিভিন্ন অবদান রাখায় প্রয়াত ও জীবিত বীর মুক্তিযোদ্ধাদের চিরস্মরণীয় করে রাখতে ২০০৮ সালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহি অফিসার আবু নুর মোহাম্মাদ সামছুজ্জামান স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদের সহযোগিতায় শহীদ আব্দুল জলিল, শহীদ মোজাম্মেল হক, শহীদ পুলক কুমার বিশ্বাস, শহীদ সুজিতসহ ১০জন শহীদ বীর মুক্তিযোদ্ধার নামে হাসপাতাল, গার্লস স্কুল সড়ক, বাসস্ট্যান্ড আবাদপুকুর সড়ক, আদমদীঘি ব্রিজ ছাতিয়ানগ্রাম সড়ক, সান্তাহার কলেজ সড়ক, সান্তাহার পশ্চিম রেলগেট গোল চত্বর সড়কসহ ১০টি সড়কে শহিদ বীর মুক্তিযোদ্ধাদের নামে নাম ফলক স্থাপন করেন।

এরপর জীবিত বীর মুক্তিযোদ্ধা হাফিজার রহমানের নামে তেতুঁলিয়া উজ্জলতা সড়ক, বীর মুক্তিযোদ্ধা সোলায়মান আলীর নামে ডুমুরীগ্রাম শিহাড়ী সড়কসহ বেশ কয়েকটি সড়কে বীর মুক্তিযোদ্ধাদের নামে নামকরণ করে ফলক নির্মান করা হয়। সড়কগুলোতে এসব শহীদ ও জীবিত মুক্তিযোদ্ধাদের নামে নামফলক পথচারীদের দৃষ্টি আকর্ষন করলেও দীর্ঘ ১৭ বছর যাবত ওইসব নামফলক রক্ষনাবেক্ষন ও সংস্কারের অভাবে ফলকে থাকা অধিকাংশ গুলোর নাম মুছে বিলিন হচ্ছে।

অত্যন্ত নীচু স্থানে ও ছোট আকারে হওয়ায় দেখলে মনে হয়না এটি সেই বীর মুক্তিযোদ্ধাদের নামের ফলক। ফলে এখন আর নাম ফলক পড়তে না পারায় বিভ্রান্তিতে পড়েন পথচারিরা। সাবেক উপজেলা কমান্ডার আব্দুল হামিদ, ডেপুটি কমান্ডার হাফিজার রহমান, কাবিল উদ্দিন, আব্দুস ছালাম, আবু তাহের, তহির উদ্দিন, আব্দুল আলিম, আবেদ আলী, আব্দুল জলিল জানান, বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতি রক্ষার্থে অধিকাংশ সড়কে নাম ফলক অত্যন্ত নীচু।

কিন্ত কোন সংস্কার না হওয়ায় ফলকে নাম মুছে বিলিন হচ্ছে। সবগুলো উচু করে সংস্কার করার দাবিসহ অবশিষ্ট শহীদ, প্রয়াত ও জীবিত সকল বীর মুক্তিযোদ্ধাদের নামে বিভিন্ন সড়কের নামকরণের ফলক উচু করে দর্শনীয় স্থানে নির্মান করা প্রয়োজন বলে তারা দাবি জানান।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/148743