জয়পুুরহাটের কালাইয়ে গৃহবধুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে কলেজ শিক্ষকের বিরুদ্ধে মামলা

জয়পুুরহাটের কালাইয়ে গৃহবধুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে কলেজ শিক্ষকের বিরুদ্ধে মামলা

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি : কালাইয়ে গৃহবধুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ ওঠেছে কলেজ শিক্ষক তানজির আহমদে সাকিবের বিরুদ্ধে। এ ঘটনায় সোমবার ওই গৃহবধূ বাদি হয়ে জয়পুরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে মামলা দায়ের করেছেন। আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন। এ ঘটনা গত ১৫ নভেম্বর উপজেলার মোসলেমগঞ্জ বাজার এলাকায় ঘটেছে।

অভিযুক্ত কলেজ শিক্ষক তানজির আহমেদ সাকিব উপজেলার উদয়পুর ইউনিয়নের তেলিহার গ্রামের মৃত আফতাব হোসেনের ছেলে। তিনি জেলার ক্ষেতলাল সরকারি সাঈদ আলতাফুন্নেছা কলেজের প্রভাষক পদে নিয়োজিত রয়েছেন।

মামলা সূত্রে জানা গেছে, কলেজ শিক্ষক তানজির আহমদে সাকিব শিক্ষকতার পাশাপাশি মোসলেমগঞ্জ বাজারে নিজের ওষুধের দোকানে ওষুধ বিক্রিসহ পল্লী চিকিৎসকের কাজ করেন। গত ১৫ নভেম্বর একই ইউনিয়নের এক গৃহবধূ তার দোকানে ওষুধ নিতে এসে পেশার মাপার কথা বললে সাকিব ওই গৃহবধূকে অপেক্ষা করতে বলেন।

এরপর তিনি সুযোগ বুঝে ধর্ষণের চেষ্টা করে। এসময় গৃহবধূ চিৎকার করলে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে। এই সুযোগে সাকিব সেখান থেকে পালিয়ে যায়। এ ঘটনায় বিচার চেয়ে নির্যাতিত গৃহবধূ জয়পুরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে সোমবার মামলা দায়ের করেছেন।

বাদিনির পক্ষে জয়পুরহাট জজ কোর্টের আইনজীবী এফ.এম মনজুরুল বারী বলেন, এ বিষয়ে মামলা দায়ের হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য কালাই উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।

অভিযুক্ত কলেজ শিক্ষক তানজির আহমদে সাকিব বলেন, কয়েকদিন আগে ওই গৃহবধুর স্বামী-সন্তান মিলে আরও লোকজন এনে আমার জমির ধান কেটে নিয়ে গেছে। ওই ঘটনায় আমি তাদের বিরুদ্ধে মামলা করেছি। পরে তারা এসে আমার দোকান ভাংচুর করে উল্টো আমার নামে ধর্ষণ চেষ্টার মামলা করেছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/148740