বগুড়ার কাহালুতে বাসের ধাক্কায় মাদ্রাসার সুপারিনটেনডেন্ট নিহত

বগুড়ার কাহালুতে বাসের ধাক্কায় মাদ্রাসার সুপারিনটেনডেন্ট নিহত

কাহালু (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার কাহালু উপজেলায় যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় আব্দুস ছালাম (৫৭) নামে এক মাদ্রাসার সুপারিনটেনডেন্ট নিহত হয়েছেন। গতকাল সোমবার বিকেল পৌণে ৩ টার দিকে উপজেলার নারহট্ট ইউনিয়নের পাগলাপীর বাসষ্ট্যান্ডের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুস ছালাম কাহালুর কাইট গ্রামের হাসমত উল্লার ছেলে।

জানা গেছে, শিক্ষক ছালাম বগুড়ার আদমদিঘী উপজেলার ছাতিয়ান ইউনিয়ন এলাকায় অবস্থিত অন্তাহার দাখিল মাদ্রাসায় সুপারিনটেনডেন্ট। ওইদিন মাদ্রাসা থেকে নিজ মোটরসাইকেলে চেপে কাহালু আসার সময় উল্লেখিত স্থানে পৌঁছা মাত্র বগুড়া দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সাথে সজোড়ে ধাক্কা লাগে। এতে তিনি গুরুতর আহত হন।

এরপর লোকজন তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে দেয়। কিন্তু বিকেল ৫ টার দিকে তিনি মারা যান। কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) নিতাই চন্দ্র সরকার সড়ক দুর্ঘটনায় ছালাম নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/148732