বগুড়ায় সাংবাদিকদের সাথে হাইওয়ে এসপি‘র মতবিনিময়
স্টাফ রিপোর্টার: বগুড়া রিজিয়নের হাইওয়ে পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মো: শহিদ উল্লাহ আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) তার কার্যালয়ের হল রুমে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে বলেছেন, রাস্তায় শৃঙ্খলা ফেরাতে অবিলম্বে রাস্তার ধারে মোটরগ্যারেজ ও অস্বাস্থ্যকর হোটেল রেস্তরা অপসারনে কাজ শুরু করবেন।
এছাড়াও বগুড়া শহরতলীর বনানী এবং মাটিডালী মোড়ের ট্রাফিক কন্ট্রোলের জন্য আধুনিক ইন্টারচেঞ্জ করার জন্য উর্দ্ধতন কতৃপক্ষের দৃষ্টি আকর্ষন করে চিঠি চালাচালি করবেন। তিনি এও বলেন সাসেক প্রকল্পের আওতায় জেলার শেরপুরের ধনকুন্ডিতে এমন একটি আন্ডার পাস করা হয়েছে যার মধ্যে দিয়ে বাস পার হতে পারে না। যর কারণে ওই এলাকায় বাসের জট হচ্ছে। তিনি এ সবের জন্য সাংবাদিকদের সহায়তা কামনা করেন।
সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহসীন রাজু, রাহাত রিটু, আব্দুর রহমান টুলু, সৈয়দ ফজলে রাব্বি ডলার, শফিকুল ইসলাম শফিক, জহুরুল ইসলাম, ইমরান হোসাইন লিখন, ফেরদৌসুর রহমান প্রমুখ।
মতবিনিময় সভায় বক্তারা সড়কে দুর্ঘটনা, ডাকাতি, যানজট রোধে হাইওয়ে পুলিশ কাজ করছে। কিন্তু রাস্তায় খড় শুকানো, ধান শুকানো রোধ করতে পরছে না। বক্তারা সড়কে ক্যামেরা স্থাপন করা এবং নির্দিষ্ট দূরত্বে হাইওয়ে পুলিশের চেকপোস্ট করার আহবান জানান; যাতে কোন ঘটনা ঘটলে দ্রুত পুলিশ সেখানে পৌছাতে পারে।
মতবিনিময় সভায় পুলিশ সুপার হাইওয়ে পুলিশকে আরও আধুনিক ও চৌকষ করে গড়ে তুলতে সাংবাদিকদের পরামর্শ দেওয়ার জন্য আহবান জানান।