দিনাজপুরের অগ্নিদগ্ধ হয়ে বৃদ্ধের মৃত্যু

দিনাজপুরের অগ্নিদগ্ধ হয়ে বৃদ্ধের মৃত্যু

নবাবগঞ্জ (দিনাজপুর)  প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে অগ্নিদগ্ধ হয়ে রইচ উদ্দিন (৬৮)নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় সন্ধ্যায় উপজেলার মাহমুদপুর ইউনিয়নের মহারাজপুর গুচ্ছগ্রামে। সে ওই গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে।

জানা যায় বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডে ওই গ্রামের ১০/১২টি বাড়িসহ ৭টি গরু পুড়ে যায়। সংবাদ পেয়ে নবাবগঞ্জ ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।

উপজেলা নির্বাহী অফিসার মো. জিল্লুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের মাঝে খাবার ও কম্বল বিতরণ করেন বলে স্থানীয় ইউপি চেয়ারম্যান হাসান মো: মাসুম জানান।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/148725