চাঁপাইনবাবগঞ্জে র্যাবের অভিযানে ফেনসিডিলসহ অটোচালক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ শহর প্রান্তে বীরশ্রেষ্ঠ শহিদ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর সেতুর (পুরাতন মহানন্দা সেতু) টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে একটি সিএনজি অটোরিকশায় পাচারকালে ৯৮ বোতল ফেনসিডিলসহ সিএনজি চালক তরিকুল ইসলামকে (৩৪) গ্রেফতার করেছে র্যাব। তিনি রাজশাহীর রাজপাড়া থানার আলীগঞ্জ উত্তরপাড়া এলাকার মৃত নূর ইসলামের ছেলে।
র্যাব জানায়, গতকাল সোমবার রাত সাড়ে ১০টায় টোলপ্লাজায় চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশিকালে জেলার শিবগঞ্জ উপজেলার দিক থেকে আসা সিএনজিটিকে থামার সংকেত দিলে চালক তা অগ্রাহ্য করে পালিয়ে যাবার চেষ্টা করে। এ অবস্থায় ধাওয়া করে সিএনজি ও চালককে আটক করা হয় এবং ৯৮ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
আটক সিএনজি চালকের বিরুদ্ধে মাদক কারবারে জড়িত থাকার অভিযোগ এনেছে র্যাব। গতকাল মঙ্গলবার সকালে র্যাব-৫ ব্যাটালিয়নের চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের এক পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সিএনজিতে করে শিবগঞ্জ থেকে রাজশাহীতে ফেনসিডিল পাচারের গোপন খবর পেয়ে অস্থায়ী চেকপোষ্ট বসায় র্যাব।
চেকপোষ্ট ফেনসিডিলসহ গ্রেফতার হয় মাদক ব্যবসায়ী তরিকুল। এ ঘটনায় সদর থানায় মামলা দিয়ে আসামিকে পুলিশে হস্তান্তর করা হয়েছে বলেও র্যাব জানিয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/148690