সিরাজগঞ্জের সলঙ্গায় পরকীয়া প্রেমিকের হাতে প্রেমিকাকে হত্যা
সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের সলঙ্গায় পরকীয়া প্রেমিকের হাতে জীবন গেল লাবনী (২৫) নামে দুই সন্তানের জননীর। নিহত লাবনী ধুবিলকাটার মহলের আব্দুল কাইয়ুম রিগানের স্ত্রী। এঘটনায় লাবনীর বাবা গোলাম মোস্তফা সলঙ্গা থানায় হত্যা দায়ের করেছে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, সলঙ্গা থানার জগজীবনপুর গ্রামের গোলাম মোস্তফার মেয়ে লাবনীর সাথে ২০১৭ সালে পারিবারিকভাবে বিয়ে হয় রিগানের। তাদের দুই সন্তান রয়েছে। তবে বিয়ের আগে থেকেই লাবনীর সাথে বড়গোজা গ্রামের মিলন হোসাইনের প্রেমের সম্পর্ক ছিল, যা বিয়ের পর পরকীয়ায় রূপ নেয়। গত ২৯ নভেম্বর বিকেলে স্বামী বাড়িতে না থাকায় লাবনী মিলনকে ফোন করে বাসায় ডেকে নেয়। সে সময় লাবনী তার ভাগ্নি ও মেয়েকে বাজারে পাঠিয়ে দেয়।
এক পর্যায়ে তাদের মাঝে ঝগড়া থেকে হাতাহাতির ঘটনায় মিলন লাবনীর গলা চেপে ধরলে শ্বাসবন্ধ হয়ে লাবনী মারা যায়। গত রোববার সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধারের পর তদন্ত শুরু করে। প্রযুুক্তির সাহায্যে পুলিশ মিলনকে আটক করে। জিজ্ঞাসাবাদে সে হত্যার বিষয়টি স্বীকার করেছে। আটককালে ঘটনাস্থল থেকে ৪ ভরি স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়।
সলঙ্গা থানার ওসি হুমায়ূন কবির বলেন, ঘটনার পরপরই পুলিশ গুরুত্বের সাথে তদন্ত শুরু করে। অল্প সময়ের মধ্যেই মূলহোতা গ্রেফতার হয়েছে। আদালতে মিলন হত্যার দায় স্বীকার করেছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/148685