রাষ্ট্রবিরোধী কার্যকলাপের অভিযোগে ইরানি নির্মাতার কারাদণ্ড
প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা জাফর পানাহিকে রাষ্ট্রবিরোধী ‘প্রোপাগান্ডামূলক কর্মকাণ্ডে’ জড়িত থাকার অভিযোগে ১ বছরের কারাদণ্ড ও ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে ইরান। গতকাল সোমবার (১ ডিসেম্বর) তাঁর অনুপস্থিতে এ রায় ঘোষণা করেছেন ইসলামিক রেভল্যুশনারি কোর্টের একটি শাখা।
এ ছাড়াও ঘোষিত সাজার মধ্যে রয়েছে দুই বছরের জন্য পানাহির ইরান-ত্যাগে নিষেধাজ্ঞা এবং যেকোনো রাজনৈতিক বা সামাজিক সংগঠনে তাঁর সদস্যপদ নিষিদ্ধ করা।
সংবাদ সংস্থা এএফপিকে নির্মাতার আইনজীবী মোস্তফা নিলি জানান, এই দণ্ডাদেশের বিরুদ্ধে তাঁরা আপিল করবেন।
এই আইনজীবী জানান, জাফর পানাহির বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী ‘প্রচারমূলক কর্মকাণ্ডে’ জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে, তবে বিস্তারিত কিছু জানানো হয়নি। তিনি বলেন, ‘পানাহি বর্তমানে ইরানের বাইরে আছেন।’
এদিকে, বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম হলিউড রিপোর্টার জানিয়েছে, পানাহি বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে আছেন। স্থানীয় সময় সোমবার রাতে নিউইয়র্ক সিটিতে অনুষ্ঠিত গোথাম অ্যাওয়ার্ডসে যোগদান করেছেন তিনি।
২০২৫ সালে কান চলচ্চিত্র উৎসবে সর্বোচ্চ পুরস্কার পাম দ’র জিতেছে জাফর পানাহি পরিচালিত ‘ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট’। যেখানে পর্দায় উঠে এসেছে এই নির্মাতার সঙ্গে ইরান সরকারের সর্বশেষ আইনি ও রাজনৈতিক দ্বন্দ্ব।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/148684