আজ ন্যু ক্যাম্পে মুখোমুখি বার্সেলোনা-অ্যাথলেটিকো
স্পোর্টস ডেস্ক : স্প্যানিশ লিগে আজ বড় ম্যাচ। রাতে মুখোমুখি বার্সেলোনা-অ্যাথলেটিকো মাদ্রিদ। ক্যাম্প ন্যুতে ম্যাচটি শুরু হবে রাত ২টায়। ফর্মে থাকলেও বেশ অস্বস্তি নিয়েই মাদ্রিদের দলটিকে আতিথ্য দেবে হ্যান্সি ফ্লিকের দল।
টানা চার জয় পেয়েছে বার্সেলোনা, এই সময়ে প্রতিপক্ষের জালে দিয়েছে ১৪ গোল। আছে পয়েন্ট টেবিলের শীর্ষে। তবুও অস্বস্তিতে বার্সেলোনা। চ্যাম্পিয়নস লিগে যে সময়টা ভালো যাচ্ছে না তাদের।! শেষ ম্যাচে চেলসির কাছে ৩-০ গোলে বিধ্বস্ত হয়েছে। অথচ সেই ম্যাচে ফিরেছেন রাফিনহা, পেদ্রির মত ফুটবলাররা। তার আগের ম্যাচে ড্র করেছে ক্লাব ব্রুগের মত দলের বিপক্ষে। তাই চিন্তার ভাঁজ বার্সা বস হ্যান্সি ফ্লিকের কপালে।
অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে শেষ ৫ ম্যাচে তিন জয় আর ১ পরাজয় থাকলেও সেই হারটা গেল মৌসুমে ন্যু ক্যাম্পে না হলেও ঘরের মাঠেই। ইয়ামলদের ফর্মে ফেরার অপেক্ষায় ফ্লিক। বার্সেলোনা কোচ হ্যান্সি ফ্লিক বলেন, ‘যদিও আমরা পয়েন্ট টেবিলের শীর্ষে আছি তবে আমরা আমাদের সেরা মুহূর্তে নেই। সবাই চ্যাম্পিয়নদের হারাতে চায়। যা এবারের মৌসুমকে আরো কঠিন করে তুলেছে। অতএব আমাদের সেরা খেলাটা খেলতে হবে এবং ফর্ম ধরে রাখতে হবে।’
ব্যক্তিগত কারণে এ ম্যাচে নেই রোনাল আরাউহো। সেরে উঠছেন মূল গোলরক্ষক টের স্টেগেন। বিপরীতে ইনজুরি মুক্ত স্কোয়াড অ্যাথলেটিকো মাদ্রিদের। চোট কাটিয়ে এ ম্যাচে ফিরতে পারেন আর্জেন্টাইন তারকা জুলিয়ান আলভারেজ। সব কম্পিটিশন মিলিয়ে টানা সাত জয় লস রোহি ব্লাঙ্কোদের। বার্সেলোনাকে ৪ বা এর অধিক গোলে হারাতে পারলে পয়েন্ট টেবিলে চতুর্থ স্থান থেকে শীর্ষে ওঠার সুযোগ থাকছে সিমিওনে শিষ্যদের।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/148661