শতভাগ ফিট না হলে নেইমার-ভিনির জায়গা হবে না ব্রাজিল দলে : আনচেলত্তি
স্পোর্টস ডেস্ক : শুধু শতভাগ ফিট খেলোয়াড়েরাই ব্রাজিলের বিশ্বকাপ দলে সুযোগ পাবেন। নেইমার ও ভিনিসিয়ুস জুনিয়রের ক্ষেত্রেও নিয়মটি শিথিল করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি। এমনকি তার যদি ৯০% ফিট থাকেন, তাহলে অন্য কোনো খেলোয়াড়কে ডাকবেন বলে জানান এই ইতালিয়ান কোচ।
ব্রাজিলিয়ান স্পোর্টস প্রোগ্রাম এসপোর্তে রেকর্ড-এ দেওয়া এক সাক্ষাৎকারে আনচেলত্তি বলেন, ‘আমাদের দলে অনেক উচ্চমানের ফুটবলার আছে, আর আমাকে তাদের মধ্য থেকে সেই খেলোয়াড়দের বেছে নিতে হবে যারা ১০০% প্রস্তুত।’ তিনি আরও বলেন, ‘এটা শুধু নেইমারের ব্যাপার নয়, হতে পারে ভিনিসিয়ুসও। ভিনিসিয়ুস যদি ৯০ শতাংশ ফিট থাকে, তাহলে আমি এমন খেলোয়াড়কে ডাকব যে ১০০ শতাংশ প্রস্তুত, কারণ এটা খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি দল, বিশেষ করে আক্রমণভাগে, যেখানে আমাদের অসাধারণ সব খেলোয়াড় রয়েছে।’
২০২৩ সালের অক্টোবরে সবশেষ ব্রাজিলের জার্সিতে খেলেছেন নেইমার। এসিএল চোটের কারণে তখন তার পায়ে অস্ত্রোপচার করা হয়। এরপর ক্লাব ফুটবলে ফিরলেও সেটা নিয়মিত নয়। সম্প্রতি চোট নিয়ে মাঠে নেমে গোল করে সান্তোসকে অবনমন থেকে রক্ষা করেন নেইমার। নেইমারকে নিয়ে আনচেলত্তি বলেন, ‘সে অসাধারণ প্রতিভা। তার দুর্ভাগ্য যে বারবার চোটে পড়ে। চোটের কারণে শারীরিকভাবে ভালো অবস্থায় থাকতে পারে না। নেইমার (ব্রাজিল দলে) বাকিদের পর্যায়েই আছে। কারণ, এরই মধ্যে সে অসাধারণ প্রতিভা দেখিয়েছে।’
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/148657