খালেদা জিয়ার নিরাপত্তার দায়িত্বে এসএসএফ ও পিজিআর
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রের ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণার পর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বেগম খালেদা জিয়ার নিরাপত্তার দায়িত্ব নিয়েছে এসএসএফ ও পিজিআর। আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুর দেড়টা থেকে সংস্থা দু’টির সদস্যরা দায়িত্ব নিয়েছেন বলে জানা গেছে।
তবে বিএনপি’র মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুর ২টা ২০ মিনিট থেকে ভিভিআইপি বিশেষ নিরাপত্তায় নিয়োজিত এসএসএফ সদস্যগণ হাসপাতালে এসে ডিউটি শুরু করেছেন।
এদিকে দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন গুরুতর অসুস্থ খালেদা জিয়াকে রাষ্ট্রের ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ (ভিভিআইপি) ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকরের জন্য সংশ্লিষ্ট প্রতিটি সংস্থাকে নির্দেশনাও দেওয়া হয়েছে। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। পরে যমুনার সামনে এক সংবাদ সম্মেলনে এসে সরকারের সিদ্ধান্ত জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/148655