মেসি-রোনালদোর এলিট ক্লাবে এমবাপে

মেসি-রোনালদোর এলিট ক্লাবে এমবাপে

স্পোর্টস ডেস্ক : লা লিগায় টানা তৃতীয় ম্যাচ ড্র করে পয়েন্ট হারাল রিয়াল মাদ্রিদ। অবনমন অঞ্চলে থাকা জিরোনার বিপক্ষে ১-১ গোলের এই ম্যাচে একমাত্র গোলটি করেন কিলিয়ান এমবাপে।

ভিনিসিয়ুস জুনিয়র ডি-বক্সে ফাউলের শিকার হলে স্পটকিকে রিয়ালকে সমতায় ফেরান ফরাসি ফরোয়ার্ড। তবে দলের সাম্প্রতিক পারফরম্যান্সে অসন্তুষ্ট এমবাপে ম্যাচ শেষে জানান, রিয়ালের এখনই পরিস্থিতি বদলানো প্রয়োজন।

এদিন লা লিগার শীর্ষ গোলদাতা এমবাপে (১২ গোল) আরেকটি মাইলফলকও ছুঁয়েছেন, ক্যালেন্ডার বছরে ৬০ গোলের ক্লাবে নাম লিখিয়েছেন তিনি। একবিংশ শতাব্দীতে আগে এই কীর্তি গড়েছেন লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো এবং রবার্ট লেভানডফস্কি।

ফরাসি খেলোয়াড়দের মধ্যে এমবাপের আগে এই অর্জন ছিল শুধু জুস্ত ফন্টেইনের, যিনি ১৯৫৮ সালে প্রথম এমন কীর্তি গড়েন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/148628