শিল্পকলায় মাসব্যাপী বিজয়ের যাত্রা উৎসব

শিল্পকলায় মাসব্যাপী বিজয়ের যাত্রা উৎসব

বিনোদন ডেস্ক : শিল্পকলা একাডেমিতে শুরু হলো মাসব্যাপী বিজয়ের যাত্রা উৎসব। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় দেশের নানা প্রান্ত থেকে নিবন্ধন প্রক্রিয়ায় অংশ নিতে আসা যাত্রা দলগুলোর অংশগ্রহণে গতকাল সোমবার বিজয় মাসের প্রথম দিন শুরু হয় এই যাত্রা উৎসব।

প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে সন্ধ্যায় জাতীয় নাট্যশালার মূল ফটকে মাসব্যাপী এই প্রদর্শনীর উদ্বোধন করেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান। সভাপতিত্ব করেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন।

উদ্বোধনী আনুষ্ঠানিকতা শেষে খুলনার পাইকগাছার সূর্যতরুণ নাট্য সংস্থা পরিবেশন করে ‘মৃত্যুর চোখে জল’। মাসব্যাপী এই যাত্রা উৎসবে ৩১টি যাত্রাদল ৩১টি যাত্রাপালা মঞ্চায়ন করবে।

প্রতিদিন সন্ধ্যা সাড়ে ছয়টায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে পরিবেশিত হবে যাত্রাপালা। ৩১ ডিসেম্বর শেষ হবে মাসব্যাপী এই যাত্রা উৎসব।

আয়োজনের উদ্বোধনী দিনে গতকাল প্রদর্শিত হয় ‘মৃত্যুর চোখে জল’ যাত্রাপালা। এটি মঞ্চায়ন করে  খুলনার পাইকগাছার ‘সূর্যতরুণ নাট্য সংস্থা’। পালাটির পালাকার দেবেন্দ্রনাথ। পরিচালনায় ছিলেন  প্রণব মন্ডল।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/148623