সিলেট নয় ঢাকা পর্ব দিয়েই শুরু বিপিএল
স্পোর্টস ডেস্ক : চায়ের শহর সিলেট নয়, ঢাকা পর্ব দিয়েই শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসর। মূলত আবাসন সংকটের কারণে সিলেট পর্ব দিয়ে বিপিএল শুরু করতে পারছে না বিসিবি। ৪ দিন ঢাকায় খেলা, এরপর সিলেট, চট্টগ্রাম হয়ে আবার ঢাকায় ফিরবে বিপিএল। তবে এখনও চূড়ান্ত ঘোষণা দেয়নি বিপিএলের আয়োজকরা।
এবারের আসরে অংশ নিচ্ছে ৬টি দল। টুর্নামেন্ট শুরুর অল্প কিছুদিন পরেই নতুন বছর শুরু হবে। এই সময়ে সিলেটে ঘুরতে যাওয়ার ভিড় বেড়ে যায়। ফলে পর্যাপ্ত হোটেল খালি পাওয়া যাচ্ছে না। এ কারণেই বাধ্য হয়ে ঢাকায় বিপিএল শুরু করতে হচ্ছে বলে জানিয়েছে আয়োজকসংক্রান্ত একটি সূত্র।
এবারের বিপিএল শুরু হবে ২৬ ডিসেম্বর। এর আগে ৩০ নভেম্বর অনুষ্ঠিত নিলামে দলগুলো নিজেদের স্কোয়াড গুছিয়ে নিয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/148621