বগুড়ার ধুনটে অধ্যক্ষর বিরুদ্ধে অভিযোগ তদন্তে শিক্ষা কর্মকর্তার গড়িমসি

বগুড়ার ধুনটে অধ্যক্ষর বিরুদ্ধে অভিযোগ তদন্তে শিক্ষা কর্মকর্তার গড়িমসি

ধুনট (বগুড়া) প্রতিনিধি : ধুনট উপজেলায় গোসাইবাড়ি আব্দুল ওয়াদুদ টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ আব্দুল মজিদের বিরুদ্ধে অভিযোগ তদন্তে শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে গড়িমসির অভিযোগ উঠেছে। এইচএসসি পাশের সনদপত্র দিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে ৭০০ টাকা থেকে ১ হাজার ৫০০ টাকা পর্যন্ত আদায় করা হয়।

মুঠোফোনে ধারন করা ২৩ সেকেন্ডের এমন একটি ভিডিও দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুকে) ভাইরাল হওয়ার পর গত ১৩ নভেম্বর ধুনট উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ করেছে ওই কলেজের শিক্ষার্থী আব্দুল্লাহ। সে গোসাইবাড়ি গ্রামের শুকুর আলীর ছেলে এবং ২০২৪ সালে ওই কলেজ থেকে এইচএসসি পাশ করেছে।

এ অভিযোগটি তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের জন্য ওই দিনই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। কিন্ত তদন্তকারী কর্মকর্তা আজও তদন্ত কার্যক্রম শুরু করেননি। অভিযোগ সূত্রে জানা যায়, আব্দুল্লাহ ১১ নভেম্বর এইচএসসি পাশের সার্টিফিকেট ও মার্কশিটের জন্য কলেজে যায়। সে অফিস কক্ষে গিয়ে অধ্যক্ষর নিকট এসব সনদপত্র চায়।

তখন অধ্যক্ষ তার কাছে ৯০০ টাকা দাবি করেন। কিন্ত হতদরিদ্র শিক্ষার্থী আব্দুল্লাহর পক্ষে অধ্যক্ষের দাবিকৃত টাকা পরিশোধ করা সম্ভব হয়নি। পরে বিশেষ বিবেচনায় আব্দুল্লাহর নিকট থেকে ৭০০ টাকা নিয়ে তাকে ২টি সনদপত্র দেওয়া হয়। এ সময় টাকা আদান-প্রদানের দৃশ্যটি কৌশলে মুঠোফোনে ভিডিও ধারন করা হয়। পরে ওই ভিডিও ফেসবুকে ভাইরাল করা হয়েছে।

এ বিষয়ে ধুনট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাহবুবুল হোসেন বলেন, দাপ্তরিক কাজে ব্যস্ততার কারণে অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ তদন্তে বিলম্ব হচ্ছে। তবে দ্রুত সময়ের মধ্যে তদন্ত কাজ শেষ করে ইউএনও বরাবরে প্রতিবেদন জমা দেওয়া হবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/148614