সিরাজগঞ্জের সলঙ্গায় জেলের জালে শিশুর লাশ

সিরাজগঞ্জের সলঙ্গায় জেলের জালে শিশুর লাশ

সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের সলঙ্গায় পুকুরে মাছ ধরার সময় জেলের জালে উঠে আসলো ৭/৮ বছর বয়সী অজ্ঞাত এক শিশুর লাশ। আজ সোমবার (১ ডিসেম্বর) সকালে সলঙ্গা থানার দেওভোগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের পুকুরে ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানান, সকালে জেলেরা মাছ ধরার জন্য পুকুরে জাল ফেলেছিল। এসময় জালে মাছের সাথে শিশুর মরদেহ উঠে আসে। খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা সেখানে ভিড় জমায়। পরে সলঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশটি উদ্ধার করে।

রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম বলেন, ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করছি। শিশুটির পরিচয় শনাক্ত এবং মৃত্যুর কারণ উদ্ঘাটনে একাধিক টিম মাঠে কাজ করছে। সলঙ্গা থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির জানান, আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।

ঘটনার সাথে জড়িতদের শনাক্তে সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম. মুনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/148602