কুড়িগ্রামের ফুলবাড়ীতে মূর্তিসহ কথিত জ্বিনের বাদশা গ্রেফতার
ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে পিতলের মূর্তিসহ এক কথিত জ্বীনের বাদশাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত জ্বিনের বাদশা এনামুল হক (৪২) ফুলবাড়ী উপজেলার বোয়াইলভীর এলাকার মৃত আবদার আলীর ছেলে।
আজ সোমবার (১ ডিসেম্বর) ফুলবাড়ী থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করে কুড়িগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে। এরআগে গত রোববার সন্ধ্যায় বোয়াইলভীর এলাকায় স্থানীয়রা কথিত জ্বীনের বাদশা এনামুলকে আটক করে পুলিশকে খবর দেয়।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ(ওসি) শওকত আলী সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/148597