এই সময়ে সেই সারিকা
অভি মঈনুদ্দীন ঃ করোনার সময়কালীন থেকে নন্দিত জনপ্রিয় অভিনেত্রী সারিকার জীবনের নতুন অধ্যায় শুরু হয়। সেই সময়টাতে বাংলাভিশনে প্রচার চলতি জনপ্রিয় চক শো ‘আমার আমি’র উপস্থাপনা শুরু করেন সারিকা। সেটিই ছিলো তার জীবনের প্রথম উপস্থাপনা। যেহেতু এর আগে সারিকা কখনো উপস্থাপনা করেননি, তাই শুরুর সময়টাতে তিনি বেশ নার্ভাস ছিলেন তিনি।
তবে বিগত পাঁচ বছরেরও বেশি সময় ধরে একই অনুষ্ঠান উপস্থাপনা করতে করতে আজ সারিকা উপস্থাপনায় বেশ অভিজ্ঞ। যে কারণে এই সময়ের সারিকা উপস্থাপনাটা দারুন উপভোগ করছেন। উপভোগ করছেন এ কারণেই যে ‘আমার আমি’তে শুধু যে অভিনয়ের সাথে সম্পৃক্ত শিল্পীরা আসছেন অতিথি হয়ে তা নয়, গানের-সিনেমা’র শিল্পীরাও আসছেন তার ‘আমার আমি’তে। যাদের সঙ্গে হয়তো এই অনুষ্ঠানের উপস্থাপনা না করলে কখনো দেখাও হতো না, কথাও হতো না- অনেক কিছু জানাও হতো না সারিকার। যে কারণে ‘আমার আমি’টা তার এই সময়ের ভীষণ প্রিয় এবং ভালোলাগার একটি অনুষ্ঠান।
সারিকা জানান এই বছরটাতে তিনি দেশের বাইরেও বেশ ভালো সময় কাটিয়েছেন। এরইমধ্যে গেলো সপ্তাহে তিনি গ্রীসে তার স্বামী রাহীর সঙ্গে সময় কাটিয়ে এলেন। গ্রীসের রাজধানী এথেন্স ও সেখানকার সান্তরিনি দ্বীপে ঘুরে বেড়িয়েছেন তিনি। এর আগে ফ্রান্স, ইতালী ও নেদারল্যাণ্ডেও ঘুরে বেরিয়েছেন তিনি। সারিকা জানান, যেহেতু বিগত তিন বছর তিনি নাটকে অভিনয় করছেন না এবং আপাতত শুধুই ‘আমার আমি’ নিয়ে ব্যস্ত, তাই এই সময়ের ফাঁকে ফাঁকে পৃথিবীর নানান প্রান্তটা নিজের মনের মতো করেই না হয় ঘুরে বেড়ানো হোক। গ্রীস থেকে ঘুরে এসেই তিনি ‘আমার আমি’ ও তার একমাত্র কন্যার পরীক্ষা নিয়ে ব্যস্ত হয়ে উঠেছেন। সারিকা বলেন,‘ আমার আমি-টাই এখন নিয়মিত করছি। যেহেতু আমি কখনো উপস্থাপনা করিনি। যে কারণে উপস্থাপনার শুরুর সময়টা ছিলো আমার জন্য চ্যালেঞ্জিং। তারপরেও এই সময়ে এসে উপস্থাপনা আমি দারুণ উপভোগ করছি। অনুষ্ঠানে এমন কিছু অতিথি আসছেন যাদের সঙ্গে কথা বলে নিজেকে আরো সমৃদ্ধ করার চেষ্টা করছি, আবার এমন কিছু আমি নিজেও জানতে পারছি যা হয়তো আমার আমি’র উপস্থাপনা না করলে জানার সুযোগ হতো না। তবে এই বছরটাতে আমি দেশের বাইরে খুউব ঘুরে বেরিয়েছি। দেশের বাইরে যখন যেখানে গিয়েছি তখন প্রবাসী ভাই বোনেরা যে সম্মান করেন, ভালোবাসেন তার তুলনা হয়না। তারা বলেন, প্রবাসীদের জীবনে নাটকই তাদের রিল্যাক্সের বিষয়।’
সারিকাকে সর্বশেষ রায়হান রাফির ‘আমলনামা’ (ওটিটির কাজ) অভিনয়ে দেখা গেছে। এরইমধ্যে তিনি আব্দুল্লাহ সাদেরও একটি কাজ করেছেন। তবে সেটি ওয়েব সিরিজ নাকী ফিল্ম তা তিনি অবগত নন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/148593