‘সেরাদের সেরা’ টুশি স্বপ্নের পথেই হাঁটছেন

‘সেরাদের সেরা’ টুশি স্বপ্নের পথেই হাঁটছেন

অভি মঈনুদ্দীন ঃ সাবরিনা নওশীন টুশি, এই প্রজন্মের শ্রোতাপ্রিয় একজন সঙ্গীতশিল্পী। টুশি এমনই একজন সঙ্গীতশিল্পী যার কন্ঠের গান শুনেই তাকে খুউব সহজেই আলাদা করা যায়। যদি মৌলিক গানের সংখ্যা তার বেশি হতো তাহলে আজ হয়তো তার কন্ঠটিও একটি ইউনিক ভয়েজ-এ পরিণত হতো। কারণ একজন শিল্পীর কন্ঠ ইউনিক ভয়েজ-এ পরিণত হতে গেলে তার কন্ঠে মৌলিক গানের সংখ্যা বেশি থাকতে হয়।

যদিওবা টুশি এরইমধ্যে সিনেমাতে গান গেয়েছেন, মৌলিক গানও গেয়েছেন। তবে তার সংখ্যা খুউব কম। তবে টুশি’র স্বপ্ন ছিলো স্টেজ শো’তে নিজেকে ব্যস্ত করে তোলার। সেই স্বপ্ন পূরণের পথেই হাঁটছেন টুশি। এরইমধ্যে ঢাকার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড আয়োজিত একটি অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেছেন টুশি গত ২৬ নভেম্বর। তার আগে ছিলো টুশির জন্মদিন। এবারের জন্মদিন যেন গত বারের চেয়ে ছিলো আরো বেশি উপভোগ্য ও আনন্দের। পরিবারের সাথেই টুশি তার জন্মদিন উদযাপন করেছেন।

টুশি ২০২৩ সালের চ্যানেল আই সেরাকন্ঠ’তে সেরাদের সেরা হয়েছেন। তার গান শুনে বিচারক তিনজন (রুনা লায়লা, রেজওয়ানা চৌধুরী বন্যা ও সামিনা চৌধুরী) ভীষণ মুগ্ধ হতেন। প্রতিযোগিতায় থাকাকালীন সময়ে অতিথি বিচারক নায়ক আলমগীর তার কন্ঠে গান শুনে বলেছিলেন, টুশির কন্ঠটি প্লে-ব্যাকের জন্য পারফেক্ট একটি কন্ঠ। যে কারণে টুশি পরিবর্তীতে মোস্তাফিজুর রহমান বাবুর ‘ময়নার চর’ সিনেমাতেও প্লে-ব্যাক (সিনেমার গান) করার সুযোগ পেয়েছিলেন। যদিও সিনেমাটি এখনো মুক্তি পায়নি। যে কারণে টুশির কন্ঠে সিনেমার গানটিও শোনার সুযোগ হয়নি। এর পরে অবশ্য আর কোনো সিনেমাতে গান গাওয়ারও সুযোগ হয়নি। এরইমধ্যে একটি ধারাবাহিক নাটকের টাইটেল সং করারও সুযোগ হয়েছে টুশির। শফিক তুহিনের কথা ও গানটির সুর সঙ্গীত করেছেন প্রত্যয় খান। এখনো যেহেতু ধারাবাহিক নাটকটি প্রচারে আসেনি, তাই টুশির কন্ঠের এই গানটিও শোনার সুযোগ হয়ে উঠেনি। তবে দুটি গান নিয়েই টুশির ভীষণ প্রত্যাশা। টুশি জানালেন টুশি আপাতত স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় পার করছেন। চলতি মাসেই তিনি স্টেজ শোতে গাইবেন রংপুর ক্যান্টনম্যান্ট, নোয়াখালী ও কুমিল্লাতে বিভিন্ন স্টেজ শো’তে।

টুশি বলেন,‘ সেরাকন্ঠতে প্রতিযোগিতায় অংশগ্রহনের আগে থেকেই টুকটাক স্টেজ শো’তে গাইতাম। সেরাকন্ঠতে সেরাদের সেরা হওয়ার পর থেকে স্টেজ শো’তে আমার ব্যস্ততা আগের তুলনায় বেড়েছে। আমার কিন্তু স্বপ্ন ছিলো একটা সময় নিজেকে স্টেজ শোতে ব্যস্ত রাখার, সেই স্বপ্ন একটু একটু করে পূরণ হচ্ছে, শোতে ব্যস্ততাও বাড়ছে। সত্যি বলতে কী একজন শিল্পী স্টেজ শোতে গান গাইবার মধ্যে যে ভালোলাগা খুঁজে পায় তা আর কিছুতে খুঁজে পায়না।’

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/148591