বিপিএলে এবার ফিক্সিং ঠেকাতে থাকছে সিআইডি

বিপিএলে এবার ফিক্সিং ঠেকাতে থাকছে সিআইডি

স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরকে ফিক্সিংমুক্ত রাখতে কঠোর পদক্ষেপ নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ফিক্সিং প্রতিরোধে এবার প্রতিটি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে সার্বক্ষণিক নজরদারিতে থাকবে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আগামী ২৯ ডিসেম্বর মাঠে গড়াবে বিপিএলের দ্বাদশ আসর।

শুক্রবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে বিপিএলের নিলাম শেষে এই তথ্য নিশ্চিত করেছেন বিসিবির সহ-সভাপতি সাখাওয়াত হোসেন। তিনি জানান, ফিক্সিং প্রতিরোধে সিআইডির সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করতে যাচ্ছে বিসিবি।

 

পরিকল্পনা অনুযায়ী, প্রতিটি দলের সঙ্গে দুইজন করে সিআইডি কর্মকর্তা নিয়োজিত থাকবেন। তাদের মধ্যে একজন থাকবেন পোশাকে, আর অন্যজন থাকবেন সাদা পোশাকে বা ছদ্মবেশে। যাতে দলের ভেতরের ও বাইরের গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা যায়।

এর আগে ফিক্সিংয়ের অভিযোগে বা সন্দেহের তালিকায় থাকায় জাতীয় দলের তারকা ক্রিকেটার এনামুল হক বিজয় ও মোসাদ্দেক হোসেন সৈকতসহ মোট ৯ জন ক্রিকেটারকে নিলামের চূড়ান্ত তালিকা থেকে বাদ দেওয়া হয়।

সিআইডিকে যুক্ত করার কারণ ব্যাখ্যা করে বিসিবির সহ-সভাপতি সাখাওয়াত হোসেন বলেন, সিআইডি দেশের সবচেয়ে উন্নত ক্রিমিনাল ইনভেস্টিগেশন ইউনিট। তাদের কাছে আধুনিক প্রযুক্তি রয়েছে, যা দিয়ে প্রয়োজনে সন্দেহভাজনদের যোগাযোগ মাধ্যমও পর্যবেক্ষণ করা সম্ভব। আমরা সবাইকে দেখাতে চাই যে খেলার স্বচ্ছতা নিশ্চিতে আমাদের আন্তরিকতার কোনো ঘাটতি নেই।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/148586