নওগাঁর রাণীনগরে পরকীয়া প্রেমিককে বিয়ের একদিন পরই তালাক
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে প্রবাসীর স্ত্রী তার প্রেমিককে বিয়ের একদিন পরই তালাকের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উপজেলার কালিগ্রাম ইউনিয়নের আমগ্রামে ঘটনাটি ঘটে। জানা যায়, উপজেলার কালীগ্রাম ইউনিয়নের আমগ্রামের মৃত রিয়াজ উদ্দিনের ছেলে হেলাল উদ্দিন ১২বছর ধরে প্রবাসে রয়েছে। স্ত্রী একসন্তান নিয়ে তার গ্রামের বাড়িতেই বসবাস করতো।
এরইমাঝে স্ত্রী মুক্তির সাথে পরকিয়া প্রেমের সম্পর্ক গড়ে ওঠে একই গ্রামের মৃত মোফাজ্জল হোসেনের ছেলে হাফিজুল ইসলামের। গত মঙ্গলবার দিবাগত রাতে মুক্তির ঘরে হাফিজুলের উপস্থিতি টের পেয়ে স্থানীয়রা দু’জনকে আটক করে। পরে গ্রামের প্রধানরা একটি শালিসি বৈঠকে প্রবাসী হেলাল ওই মেয়ের সাথে আর সংসার করবে না এবং মুক্তি ও হাফিজুল উভয়কে ভালোবাসে মর্মে বিয়ে করে সংসার করতে চাইলে এফিডেভিট করে তারা বিয়ের ঘোষণা দেয়।
কালীগ্রাম ইউনিয়নের কাজী মো. হেলাল উদ্দিন জানান, গত মঙ্গলবার রাতে বৈঠকে গৃহিত সিদ্ধান্ত অনুযায়ী গত বুধবার আদালতের মাধ্যমে বিয়ে সম্পন্ন হয়। তার একদিন পর গত শুক্রবার ওই গৃহবধূ হাফিজুলকে খোলা তালাক প্রদান করে। প্রেমিক হাফিজুল জানান, দীর্ঘদিন থেকে ভালোবেসে বিয়ে করেছিলাম।
বিয়ের একদিন পর মুক্তি জানায় সংসার করবে না, তাই তালাক দিয়েছে। রাণীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল হাফিজ মো. রায়হান জানান, আমগ্রামের ওই বিষয়ে শুনেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেব।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/148584