সিরাজগঞ্জের শাহজাদপুর ট্রাকের ধাক্কায় স্কুলশিক্ষক নিহত

সিরাজগঞ্জের শাহজাদপুর ট্রাকের ধাক্কায় স্কুলশিক্ষক নিহত

শাহজাপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বগুড়া-নগরবাড়ি মহাসড়কের গাড়াদহ নামক স্থানে একটি মাটি বহনকারী ট্রাকের ধাক্কায় অটোভ্যানের যাত্রী এক স্কুলশিক্ষিক নিহত হয়েছেন। প্রতিবাদে বিদ্যালয়ের শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জানা যায়, আজ সোমবার (১ ডিসেম্বর) সকালে উপজেলার গাড়াদহ ইউনিয়নের বলদিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সাবিনা খাতুন(৩৫) বাড়ি থেকে অটোভ্যানযোগে স্কুলে আসার সময় পিছন থেকে একটি মাটিভর্তি ট্রাকের ধাক্কায় সড়কের ওপর তিনি ছিটকে পড়ে যান। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি।

এ ঘটনায় স্কুলের শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে প্রতিবাদ জানায়। পরে থানার অফিসার ইনচার্জ আছলাম আলী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তিনি বলেন, ট্রাকটি আটক করা হয়েছে। তারা মামলা দিলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/148583