কক্সবাজারে বিউটি পার্লার থেকে তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার
কক্সবাজার শহরের একটি বিউটি পার্লার থেকে নাদিয়া ইসলাম ঝিমি (২৫) নামে এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। পরে ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
সোমবার (১ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে শহরের বৌদ্ধ মন্দির সড়কের ঝিমি’স মেকওভার অ্যান্ড বিউটি সেলুন থেকে তার লাশ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর থানার ওসি ইলিয়াছ খান।
নিহত নাদিয়া ইসলাম ঝিমি কক্সবাজার শহরের বাহারছড়া এলাকার জাফর আলমের মেয়ে। তিনি শহরের বার্মিজ মার্কেট এলাকায় ঝিমি মেকওভারসহ দুটি বিউটি পার্লারের মালিক ছিলেন।
একাধিক সূত্র জানায়, নাদিয়ার স্বামী মোহাম্মদ ইয়াসিনের বাড়ি শহরের টেকপাড়া এলাকার কামাল ম্যানশনে। প্রায় বছরখানেক আগে স্বামীর গোপনীয় দ্বিতীয় বিয়ের খবর জানতে পারেন তিনি। পরে অভিমান করে বাবার বাড়ি ফিরে আসেন।
নাদিয়ার বাবা জাফর আলম জানান, রবিবার (৩০ নভেম্বর) বিকেল ৩টার দিকে নাদিয়া পার্লারে কাজের কথা বলে বাড়ি থেকে বের হন। প্রতিদিন রাতে কাজ শেষে বাসায় ফিরলেও ওইদিন ফেরেননি। মাঝে মাঝে কাজের চাপ থাকলে তিনি রাতে পার্লারেই থাকতেন। রবিবার রাত ১১টার দিকে বাসার লোকজনের সঙ্গে ফোনে কথা হয়েছিল; তখনও নাদিয়া জানান, তিনি পার্লারেই অবস্থান করছেন।
তিনি আরও বলেন, সোমবার সকালেও মেয়ের কোনো খোঁজ না পেয়ে বারবার ফোন করা হলেও সাড়া মেলেনি। পরে পরিবারের সদস্যরা নাদিয়ার পার্লারে গিয়ে ভেতর থেকে দরজা বন্ধ দেখতে পান। ডাকাডাকি করেও সাড়া না পাওয়ায় জানালার ফাঁক দিয়ে উঁকি দিয়ে দেখেন নাদিয়া সিলিংয়ের সঙ্গে ঝুলছেন। এরপর পুলিশে খবর দেওয়া হয়।
ওসি ইলিয়াছ খান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। সোমবার বিকেলে ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/148575