বাংলাদেশ সীমান্তে নতুন কাঁটাতারের বেড়া দেওয়ার পরিকল্পনা ভারতের

বাংলাদেশ সীমান্তে নতুন কাঁটাতারের বেড়া দেওয়ার পরিকল্পনা ভারতের

আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশ সীমান্তে নতুন ধরনের কাঁটাতারের বেড়া স্থাপনের পরিকল্পনা করছে ভারত। রবিবার (৩০ নভেম্বর) এই তথ্য জানিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ত্রিপুরা ফ্রন্টিয়ারের ইন্সপেক্টর জেনারেল অলোক কুমার চক্রবর্তী।

ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে অলোক কুমার জানান, বাংলাদেশ-ভারত সীমান্তে ৪ হাজার ৯৬ কিলোমিটার আন্তর্জাতিক সীমান্ত রয়েছে। এর মধ্যে ত্রিপুরার সাথে রয়েছে ৮৫৬ কিলোমিটার সীমান্ত। তবে বেশিরভাগ জায়গায় কাঁটাতারের বেড়ার মেয়াদ শেষ হয়ে গেছে। 

অলোক কুমার বলেন, অতিবৃষ্টির কারণে ত্রিপুরায় আন্তর্জাতিক সীমান্তের বেড়া ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই নতুন করে বেড়া স্থাপনের পরিকল্পনা করা হয়েছে।

সীমান্তে কাঁটাতারের বেড়ার নতুন নকশার প্রস্তাব কেন্দ্রের বিবেচনাধীন রয়েছে বলেও পিটিআিইকে নিশ্চিত করেছেন তিনি। তিনি আশা করেন, সীমান্ত ব্যবস্থা জোরদারে নতুন ডিজাইনের বেড়া নির্মাণের কাজ দ্রুত শুরু হবে।

বিএসএফের এই কর্মকর্তা দাবি করেন, ভারত-বাংলাদেশ সীমান্তের পরিস্থিতি ‘স্বাভাবিক’। ভারতীয় সীমান্তরক্ষী এবং বাংলাদেশ সীমান্তরক্ষী (বিজিবি) এর মধ্যে সম্পর্ক অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ এবং সহযোগিতামূলক। প্রতিরক্ষার প্রথম সারির বাহিনী হিসেবে, বিএসএফ আন্তর্জাতিক সীমান্তে শান্তি বজায় রাখতে কাজ করে যাবে। 

সূত্র: দ্য হিন্দু।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/148551