জীবনে প্রথম ধোঁকা খাওয়ার পর যে অভিজ্ঞতা প্রসূনের

জীবনে প্রথম ধোঁকা খাওয়ার পর যে অভিজ্ঞতা প্রসূনের

বিনোদন ডেস্কঃ  লাক্স তারকা ও ছোটপর্দার অভিনেত্রী প্রসূন আজাদ জীবনে প্রথম ধোঁকা খাওয়ার অভিজ্ঞতা শেয়ার করে নিলেন তার ভক্ত-অনুরাগীদের মাঝে। সম্প্রতি সামাজিক মাধ্যম ফেসবুক পোস্টে নিজের ১৫ বছর বয়সে ধোঁকা খাওয়ার অভিজ্ঞতা শেয়ার করে নেন তিনি। 

প্রসূন আজাদ বলেন, একটা অস্বস্তিকর বিষয় নিয়ে কথা বলি? জীবনে প্রথমবার ধোঁকা খাওয়ার কথা মনে আছে কারও? আমার আছে। তিনি বলেন, সেটাই প্রথম সেটাই শেষ। এরপর আর কখনোই কাউকে বিশ্বাস করিনি। এমনকি নিজেকেও না। 

অভিনেত্রী বলেন, যদি বেঁচে থাকি। যদি আল্লাহ তাদের বাঁচিয়ে রাখে। আমি আমার ছেলেদের অনুরোধ করব— কখনো কোনো মেয়ের সরলতার সুযোগ নিয়ে বেইমানি না করতে। 

প্রসূন আজাদ বলেন, কারণ একজন মেয়ের দোয়ায় একজন ভিখিরি রাজা হয়ে যেতে পারে, আর রাজা হতে পারে ভিক্ষুক। এ কথাটা কিছুটা রূপক অর্থে বুঝিয়েছি, তবে সময়ের সঙ্গে সঙ্গে তারা সে অর্থ বুঝতে পারবে।

অভিনেত্রী বলেন, আই উইশ— আমি আরও আগে ফারজাদ শেহজাদের বাবাকে খুঁজে পেতাম..., ছোট্ট একটা পাখির বাসা বানাতাম। সংসার করতাম। মন, সময় ও আত্মার এত অপচয় হতো না বলে জানান প্রসূন আজাদ।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/148545