জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের আগুন
মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের অদূরে মানড়া এলাকায় অবস্থিত ঐতিহাসিক জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তরা আগুন দিয়েছে।
রোববার (৩০ নভেম্বর) গভীর রাতে দেওয়া এ আগুনে স্মৃতিস্তম্ভের একটি অংশ পুড়ে যায় এবং স্থাপনায় কালো দাগ পড়ে।
স্বাধীনতার ইতিহাস বহনকারী এই স্থাপনায় আগুন দেওয়ার ঘটনাটি এলাকাবাসীর মাঝে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাউদ্দিন জানান, পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
তিনি আরও বলেন, ঘটনাটি নিয়ে মামলা হবে। স্থানটি অরক্ষিত; তাই সংশ্লিষ্ট বিভাগের পক্ষ থেকে নিরাপত্তা বেষ্টনী ও সিসিটিভি স্থাপনের বিষয়টি এখন বিবেচনার সময় এসেছে।
সূত্রমতে, স্মৃতিস্তম্ভের পাশে থাকা দোকানের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। রাতের অন্ধকারে একটি প্রাইভেটকার স্মৃতিস্তম্ভের সামনে এসে থামে। গাড়ি থেকে নেমে দুই ব্যক্তি আগে থেকে প্রস্তুত করা দুটি টায়ারে পেট্রোল ঢেলে তাতে আগুন ধরিয়ে দ্রুত সরে যায়। পরিকল্পিতভাবে খুব অল্প সময়ের মধ্যেই পুরো ঘটনাটি সম্পন্ন করা হয়।
মানিকগঞ্জ সদর থানার ওসি মো. কামাল হোসেন বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের কাজ চলছে।
তিনি আরও জানান, রাতেই একটি নিষিদ্ধ রাজনৈতিক দলের নেতার ফেসবুক পেজে আগুন দেওয়ার ফুটেজটি শেয়ার করা হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/148527