সেন্টমার্টিন থেকে ফেরার পথে স্পিডবোট উল্টে মা–মেয়ের মৃত্যু

সেন্টমার্টিন থেকে ফেরার পথে স্পিডবোট উল্টে মা–মেয়ের মৃত্যু

টেকনাফ–সেন্টমার্টিন নৌ-রুটে বঙ্গোপসাগরে একটি স্পিডবোট উল্টে মা–মেয়ের মৃত্যু হয়েছে।

সোমবার (১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে সেন্টমার্টিন থেকে টেকনাফে ফেরার পথে শাহপরীর দ্বীপের দক্ষিণে বঙ্গোপসাগরের ‘গরা’ নামক এলাকায় ঢেউয়ের কবলে পড়ে স্পিডবোটটি উল্টে গেলে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— সেন্টমার্টিনের পূর্বপাড়ার নজির আহমদের মেয়ে মরিয়ম আক্তার (৩৫) ও তার ৬ বছরের মেয়ে মাহিমা খাতুন।

বিষয়টি নিশ্চিত করেছেন সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম।

তিনি জানান, সেন্টমার্টিন থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী স্পিডবোট শাহপরীর দ্বীপের দক্ষিণে গরা এলাকায় পৌঁছালে প্রবল ঢেউয়ের আঘাতে উল্টে যায়। খবর পেয়ে অন্য একটি স্পিডবোট গিয়ে যাত্রীদের উদ্ধার করে। এতে মা–মেয়ে দুজন ঘটনাস্থলেই মারা যান। আহত অবস্থায় আরও দুজনকে উদ্ধার করা হয়েছে।

নিহত মরিয়মের ভাই বশির আহমেদ বলেন, মরিয়ম দুই ছেলে-মেয়েকে নিয়ে স্পিডবোটে টেকনাফে ফিরছিল। ঢেউয়ের ধাক্কায় স্পিডবোটটি উল্টে যায়। পরে বোন ও ভাগ্নির মৃতদেহ উদ্ধার করা হয়। বোন সন্তানদের নিয়ে ঢাকায় স্বামীর কাছে যাওয়ার কথা ছিল। পথেই দুর্ঘটনায় মারা গেল। ভাগিনা আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আসিফ আলভী বলেন, হাসপাতালে আনার আগেই মা–মেয়ে দুজনের মৃত্যু হয়। একই ঘটনায় আহত আরও দুজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) রাকিব হাসান চৌধুরী বলেন, দুর্ঘটনায় দুজন মারা গেছে। কীভাবে স্পিডবোটটি উল্টে গেল, তা তদন্ত করে দেখা হবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/148515