চ্যাটজিপিটিতে এবার ‘গ্রুপ চ্যাট’ সুবিধা: একসঙ্গে ২০ জনের কথোপকথনের সুযোগ
আইটি ডেস্ক : কৃত্রিম বুদ্ধিমত্তার জগতে বিপ্লব ঘটানো চ্যাটজিপিটি এবার তাদের ব্যবহারকারীদের জন্য নিয়ে এলো এক দারুণ চমক। একক ব্যবহারের গণ্ডি পেরিয়ে এবার দলগতভাবেও চ্যাটজিপিটি ব্যবহারের সুযোগ মিলবে, যেখানে এক ছাদের নিচে ২০ জন পর্যন্ত ব্যবহারকারী কথোপকথনে অংশ নিতে পারবেন। ওপেন এআইয়ের এই নতুন সংযোজন ডিজিটাল যোগাযোগ ও দলগত কাজে নতুন মাত্রা যোগ করবে বলে ধারণা করা হচ্ছে।
জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেন এআই সম্প্রতি তাদের প্ল্যাটফর্মে ‘গ্রুপ চ্যাট’ ফিচার চালুর ঘোষণা দিয়েছে। প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম দ্য ভার্জ-এর প্রতিবেদন অনুযায়ী, বিশ্বজুড়ে লগইন করা সকল ব্যবহারকারীর জন্য এই ফিচারটি বর্তমানে উন্মুক্ত করা হয়েছে। বন্ধুদের সঙ্গে ভ্রমণের পরিকল্পনা, ডিনারের আয়োজন কিংবা অফিসের কোনো প্রজেক্টের খসড়া তৈরি যেকোনো যৌথ কাজ সহজ করতে এই ফিচারটি অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে।
চ্যাটজিপিটির বুদ্ধিবৃত্তিক আচরণ : নতুন এই ফিচারের অন্যতম বিশেষত্ব হলো চ্যাটবটটির পরিস্থিতির সঙ্গে খাপ খাওনোর ক্ষমতা। গ্রুপ চ্যাটে কথোপকথনের প্রবাহ বা ‘ফ্লো’ বুঝে চ্যাটজিপিটি স্বয়ংক্রিয়ভাবে সিদ্ধান্ত নেবে কখন তার কথা বলা উচিত এবং কখন নীরব থাকা শ্রেয়। তবে ব্যবহারকারীরা চাইলে কথোপকথনের মাঝখানে ‘চ্যাটবটটি’ উল্লেখ (মেনশন) করে সরাসরি বটকে আলোচনায় টেনে আনতে পারবেন এবং নির্দিষ্ট প্রশ্নের উত্তর জানতে চাইতে পারবেন।
ফিচার ও নিরাপত্তা ব্যবস্থা : গ্রুপ চ্যাটকে প্রাণবন্ত ও নিয়ন্ত্রণযোগ্য রাখতে বেশ কিছু সুবিধা যুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে ইমোজি রিয়্যাকশন, নতুন সদস্য যুক্ত করা বা বাদ দেওয়া এবং প্রয়োজনে নোটিফিকেশন মিউট বা বন্ধ রাখার সুবিধা। এছাড়াও চ্যাটজিপিটির জন্য বিশেষ নির্দেশনা বা ‘কাস্টম ইনস্ট্রাকশন’ যোগ করার সুযোগও থাকছে।
তথ্যের গোপনীয়তা বা প্রাইভেসি নিয়েও ব্যবহারকারীদের আশ্বস্ত করেছে ওপেন এআই। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ব্যক্তিগত চ্যাটের কোনো তথ্য বা ‘মেমোরি’ গ্রুপ চ্যাটে শেয়ার করা হবে না। একইভাবে, গ্রুপ চ্যাটের কথোপকথন থেকেও বট নতুন কোনো দীর্ঘমেয়াদী মেমোরি তৈরি করবে না। এই পুরো প্রক্রিয়াটি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য চ্যাটজিপিটি তাদের জিপিটি-৫.১ অটো মডেল ব্যবহার করছে বলে জানা গেছে।
যেভাবে গ্রুপ চ্যাট চালু করবেন
গ্রুপ চ্যাট ব্যবহারের প্রক্রিয়াটি বেশ সহজ ও ব্যবহারবান্ধব করা হয়েছে:
১. প্রথমে চ্যাটজিপিটি অ্যাপ বা ওয়েবসাইটে প্রবেশ করুন।
২. স্ক্রিনের ওপরের ডান কোণে থাকা ‘পিপল’ আইকনে ক্লিক করুন।
৩. সেখান থেকে ‘গ্রুপ চ্যাট তৈরি করুন’ অপশনটি নির্বাচন করুন।
৪. এরপর একটি শেয়ারযোগ্য লিংক তৈরি হবে, যা কপি করে অন্যদের পাঠালে তারা সরাসরি চ্যাটে যুক্ত হতে পারবেন।
প্রথমবার এই ফিচারটি ব্যবহারের সময় বা কোনো গ্রুপে যুক্ত হওয়ার সময় ব্যবহারকারীকে নিজের নাম, ইউজারনেম এবং প্রোফাইল ছবি সেট করে নিতে হবে। বিদ্যমান কোনো চ্যাট কপি করেও নতুন গ্রুপ খোলার সুযোগ রাখা হয়েছে।
একক ব্যক্তিগত সহকারী বা ‘পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট’ হিসেবে চ্যাটজিপিটি এতদিন রাজত্ব করলেও, গ্রুপ চ্যাট ফিচারের মাধ্যমে এটি এখন ‘কোলাবরেশন টুল’ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইছে। স্ল্যাক বা হোয়াটসঅ্যাপের মতো প্ল্যাটফর্মে আমরা যেভাবে দলগত আলাপ করি, সেখানে এআই-এর প্রত্যক্ষ অংশগ্রহণ কাজের গতি ও সৃজনশীলতা বহুগুণ বাড়িয়ে দিতে পারে। ওপেন এআই-এর এই পদক্ষেপ প্রমাণ করে যে, ভবিষ্যতে দলগত কাজ বা টিমওয়ার্কের অবিচ্ছেদ্য অংশ হতে যাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/148228