খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা জানালেন মঈন খান
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে গঠিত মেডিকেল বোর্ডের সঙ্গে বৈঠক শেষে তাঁর সর্বশেষ অবস্থা তুলে ধরলেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।
শুক্রবার (২৮ নভেম্বর) দিনগত রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল প্রাঙ্গণে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি বলেন, “আজ মেডিকেল বোর্ড বসেছিল। বোর্ড তার সর্বশেষ শারীরিক অবস্থা গভীরভাবে পর্যবেক্ষণ ও পর্যালোচনা করেছে এবং সে অনুযায়ী চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসকেরা তাদের সর্বোচ্চ চেষ্টা করছেন। খালেদা জিয়াকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাঁর শারীরিক বিভিন্ন প্যারামিটার নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রতিটি সিদ্ধান্ত সেই অনুযায়ী নেওয়া হচ্ছে।”
ব্রিফিংয়ের সময় হাসপাতাল প্রাঙ্গণে বিএনপির কয়েকজন শীর্ষ নেতা উপস্থিত ছিলেন। খালেদা জিয়ার শারীরিক অবস্থা অবনতি হওয়ায় দলের ভেতরে যেমন উদ্বেগ বাড়ছে, তেমনি সমর্থকরাও হাসপাতালের বাইরে ভিড় করছেন।
২৩ নভেম্বর রাত ৮টার দিকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় খালেদা জিয়াকে। তিনি হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/148227