খালেদা জিয়ার শারীরিক অবস্থা একদমই ভালো না: আসিফ নজরুল

খালেদা জিয়ার শারীরিক অবস্থা একদমই ভালো না: আসিফ নজরুল

রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি আছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া । শুক্রবার (২৮ নভেম্বর) তাকে দেখতে হাসপাতালে গিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

হাসপাতাল থেকে ফিরে রাত ১টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে খালেদা জিয়ার অবস্থা সম্পর্কে স্ট্যাটাস দেন আসিফ নজরুল। স্ট্যাটাসে তিনি লেখেন, ‘এভারকেয়ার হাসপাতালে গিয়েছিলাম। এখনি ফিরলাম। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা একদমই ভালো না। সবাই দোয়া করবেন উনার জন্য।’

২৩ নভেম্বর রাত ৮টার দিকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় খালেদা জিয়াকে। তিনি হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/148226