ভাতা প্রতিবন্ধী নারীর উত্তোলন করেন প্রধান শিক্ষক

ভাতা প্রতিবন্ধী নারীর উত্তোলন করেন প্রধান শিক্ষক

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে প্রতিবন্ধীর নামে ভাতা উত্তোলন করেন এলাকার এক প্রধান শিক্ষক। প্রায় আড়াই বছর ধরে এক অসহায় প্রতিবন্ধী নারীর ভাতার টাকা আত্মসাৎ করে চলেছেন তিনি। বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বদলগাছী উপজেলার পাহাড়পুর ইউনিয়নের পাঁচঘরিয়া গ্রামের প্রতিবন্ধী নারী মোছা. মুক্তা(৪০) প্রতিবন্ধী ভাতা পাওয়ার জন্য স্থানীয় মহিলা ইউপি সদস্য তহমিনার কাছে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেন। পরে ২০২৩ সালের ১ জুলাই তার নামে ভাতার কার্ড করে দেন ঠিকই, কিন্তু সেখানে ভাতাভোগীর মোবাইল নম্বর না দিয়ে তহমিনার স্বামী শেরপুর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমানের নম্বর বসিয়ে দেন।

এরপর থেকেই নিয়মিত ভাতা তুলছেন ওই প্রধান শিক্ষক। প্রায় আড়াই বছর ধরে প্রতিমাসেই টাকা তুলেছেন তিনি, অথচ প্রকৃত ভাতাভোগী মুক্তা এ বিষয়ে কিছুই জানতেন না। চলতি নভেম্বরের মাঝামাঝি সময়ে নতুন ভাতা কার্ডের আবেদনের জন্য সমাজসেবা অফিস থেকে ঘোষণা দেওয়ার পর সমাজসেবা অফিসে গিয়ে প্রতিবন্ধী মুক্তা বিষয়টি জানতে পারেন।

মুক্তা বলেন, প্রায় আড়াই বছর আগে ইউপি সদস্য তহমিনা তার সকল কাগজপত্র নিয়েছিলেন। পরবর্তীতে তাকে ভাতা কার্ডের কথা বারবার জিজ্ঞেস করলে বলতেন হয়ে যাবে। কিন্তু আমি কখনও কোনো টাকা পাইনি। সমাজসেবা অফিসে কয়েকদিন আগে গিয়ে শুনলাম, আমার নামে ভাতা তো হয়েছে অনেক আগে। তবে মোবাইল নম্বর আমার না, নম্বরটি তহমিনার স্বামীর।

তিনি আরও জানান, এলাকায় বিষয়টি জানাজানি হওয়ার পর মিজানুর মাস্টার তাকে ১০ হাজার টাকা দিয়েছেন। কিন্তু আড়াই বছরের টাকা তো প্রায় ৩০ হাজার। আমার ভাতার বাকী টাকা দিলো না কেন? এ বিষয়ে প্রধান শিক্ষক মিজানুর রহমান মুঠোফোনে বলেন, মুঠোফোনে কিছু বলা যাবে না, সাক্ষাতে কথা বলবো। তারপর সংযোগ বিচ্ছিন্ন করেন।

অপরদিকে মহিলা ইউপি সদস্য তহমিনা দাবি করেন, ভুল করে এমন হয়েছে। এখন সংশোধন হয়েছে। তাছাড়া আমার স্বামী মুক্তার সাথে বিষয়টি মীমাংসা করেছে। উপজেলা সমাজসেবা অফিসার রাজিব আহমেদ বলেন, এটি স্পষ্ট অনিয়ম। আমরা মোবাইল নম্বর সংশোধন করেছি।

উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনি জানান, এ বিষয়ে এখনও লিখিত কোন অভিযোগ পাইনি। আপনার কাছ থেকে প্রথম শুনলাম। যদি সত্য হয় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/148218