পাবনার ঈশ্বরদীতে গুলি করা সেই যুবক জামায়াতের কর্মী দাবি বিএনপির, জামায়াতের অস্বীকার
পাবনা প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে গতকাল বৃহস্পতিবার বিকেলে জামায়াত-বিএনপির সংঘর্ষের সময় আগ্নেয়াস্ত্র বের করে গুলি করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। সবার মনে প্রশ্ন জাগে গুলি করা কে এই যুবক। তার পরিচয়ই বা কি। গুলিবর্ষণ নিয়ে জামায়াত ও বিএনপি’র পাল্টাপাল্টি বক্তব্য পাওয়া যায়।
ভিডিওতে দেখা যায় সামনে থাকা প্রতিপক্ষকে লক্ষ্য করে এক যুবক আগ্নেয়াস্ত্র হাতে গুলি ছুড়ছেন। অনুসন্ধান আর বিভিন্ন মাধ্যমে খোঁজ খবর নিয়ে ভাইরাল হওয়া যুবকের পরিচয় মিলেছে। তার নাম তুষার মন্ডল। তিনি ঈশ্বরদী পৌরসভার ভেলুপাড়া এলাকার তাহের মন্ডলের ছেলে।
স্থানীয় বেশ কয়েকটি সূত্র জানিয়েছে, তুষার পাবনা জেলা জামায়াতের আমির ও পাবনা-৪ আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডলের ভাতিজা মামুন মন্ডলের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত।
বিএনপির দাবি, অস্ত্র উঁচিয়ে গুলি করা সেই যুবক তুষার মন্ডল জামায়াতের কর্মী। তবে জামায়াত এ অভিযোগ অস্বীকার করে বলেছে সেই যুবক জামায়াতের কোন কর্মী নয়।
এ বিষয়ে পাবনা-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের অভিযোগ, প্রকাশ্য দিবালোকে আগ্নেয়াস্ত্র হাতে বিএনপি নেতাকর্মীদের ওপর গুলি করেছে জামায়াত কর্মী তুষার মন্ডল। অথচ গুলিবর্ষণের দায় উল্টো বিএনপির ওপর চাপাতে চাচ্ছে জামায়াত। তুষার জামায়াতে ইসলামীর নেতা তালেব মন্ডলের ভাতিজা মামুন মন্ডলের সন্ত্রাসী বলে দাবি করেন তিনি।
এদিকে অস্ত্র হাতে ভাইরাল ওই যুবক জামায়াতের কর্মী নন বলে দাবি করেছেন পাবনা জেলা জামায়াতে ইসলামীর আমির ও পাবনা-৪ আসনে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল। তিনি বলেন, অস্ত্র হাতে ওই যুবক আমাদের দলের কেউ নন, আমরা তাকে চিনি না।
এ বিষয়ে আবু তালেব মন্ডলের ভাতিজা মামুন মন্ডলের মুঠোফোনে আজ শুক্রবার সন্ধ্যায় বারবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ক্ষুদেবার্তা পাঠিয়েও সাড়া মেলেনি তার। তুষার মন্ডলের সাথে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.স.ম. আব্দুন নূর বলেন, বিভিন্নভাবে ওই যুবকের নাম পরিচয় আমাদের কাছে এসেছে। আমরা তদন্ত করে দেখছি। ইতোমধ্যে এ নিয়ে পুলিশ কাজ করছে। শতভাগ নিশ্চিত হয়ে ওই যুবকের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার বিকেলে ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের চরগড়গড়ি আলহাজ মোড় (জগির মোড়) এলাকায় আগের বিরোধকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ, গুলিবর্ষণ, ভাঙচুর, মোটরসাইকেল পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটে।
এতে পাবনা-৪ আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল, সাহাপুর ইউনিয়ন কৃষকদলের আহবায়ক মক্কেল মৃধাসহ উভয় দলের অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/148213