খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে বিভিন্ন উপজেলায় দোয়া মাহফিল

খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে বিভিন্ন উপজেলায় দোয়া মাহফিল

করতোয়া ডেস্ক : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে আজ শুক্রবার (২৮ নভেম্বর) বগুড়ার বিভিন্ন উপজেলায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিএনপি ও তার অঙ্গসংগঠনগুলো এই দোয়া মাহফিলের আয়োজন করে। করতোয়ার প্রতিনিধিদের পাঠানো তথ্য নিয়ে করতোয়া ডেস্ক রিপোর্ট।

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি: শিবগঞ্জে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে বাদ জুম্মা মহাস্থান মাজার মসজিদ, উপজেলা বরকতিয়া মসজিদসহ বিভিন্ন মসজিদে মিলাত মাহফিল ও দোয়া খায়ের অনুষ্ঠিত হয়। মহাস্থান মাজার মসজিদে দোয়াখায়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলম, সাধারণ সম্পাদক এড: আব্দুল ওহাব, সাবেক সাধারণ সম্পাদক এস.এম তাজুল ইসলাম, পৌর বিএনপি নেতা বুলবুল ইসলাম, আব্দুল করিম, রায়নগর ইউনিয়ন বিএনপি নেতা তাহেরুল ইসলাম, যুবদল দল নেতা খালিদ হাসান আরমান, আব্দুল্লাহ জোবায়ের, স্বেচ্ছাসেবক দল নেতা মাসুদ রানা মাসুম, রায়হানুল হক রনি, ছাত্রদল নেতা বিপুল রহমান, মীর মুন প্রমুখ।

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বাদ আছর নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রী কলেজ জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকারের তত্বাবধানে আয়োজিত এই দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি মো.আলেকজান্ডার, সাধারণ সম্পাদক শফিউল আলম সুমন, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম-আহ্বায়ক কোরবান আলী, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আব্দুর রউফ রুবেল, যুগ্ম-আহ্বায়ক আরিফুল ইসলাম মজনু, পৌর যুবদলের আহ্বায়ক গোলাম রব্বানী, যুগ্ম-আহ্বায়ক মেহেদী হাসান শাহীন, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন ও সাধারণ সম্পাদক নুরনবীসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় মুসল্লিরা। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বগুড়ার শাজাহানপুর উপজেলা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (২৮ নভেম্বর) বাদ মাগরেব উপজেলার ডেমাজানী বন্দর জামে মসজিদে আয়োজিত দোয়া মাহফিলে উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহিন, সিনিয়র সহ-সভাপতি আব্দুল হাকিম মন্ডল, সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন, আবু সাহিন সানি, জেলা বিএনপির সদস্য আলী হায়দার তোতা, উপজেলা বিএনপির সহ-সভাপতি মোজাফ্ফর রহমান, ইদ্রিস আলী সাকিদার, সহকারি অধ্যাপক মাহাতাব উদ্দিন সন্টু, বিএনপির নেতা রফিকুল ইসলাম, আতাহার আলী কাইয়ুম, নুরুল আজাদ, বাদশা আলম, শফিকুল ইসলাম, মোশারফ হোসেন, ছাত্রদল সভাপতি আব্দুল্লাহ্ আইয়ুব ছোটন, জাহিদুল ইসলাম, বিপুল রানা মোল্লা প্রমুখ।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/148210