চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে তিনটি ওয়ান শ্যুটারগান গুলি ও ২টি ভারতীয় গরু জব্দ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ও সদর উপজেলা সীমান্তে বিজিবির পৃথক ৩টি অভিযানে ৩টি বিদেশি ওয়ান শ্যুটারগান, ৬ রাউন্ড গুলি, ২টি ভারতীয় গরু ও ৪৪ বোতল মদ জব্দ হয়েছে। তবে এসব অভিযানে কেউ আটক হয়নি। গতকাল বৃহস্পতিবার রাত ৯টা থেকে আজ শুক্রবার (২৮ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত এসব অভিযান চালানো হয়।
বিজিবি জানায়, গতকাল বৃহস্পতিবার রাত ৯টায শিবগঞ্জের চকপাড়া বিওপির একটি টহল দল শাহাবাজপুর ইউনিয়নের নলডুবি ব্রিজ এলাকায় অভিযান চালায়। এসময় বাংলাদেশের ভেতরে পাগলা নদীর তীরে চালানো অভিযানে মালিকবিহীন ওইসব আগ্নেয়াস্ত্র ও গুলি পাওয়া যায়। যা শিবগঞ্জ থানায় জমা করা হবে।
আজ শুক্রবার (২৮ নভেম্বর) সকালে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়নের(৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া ব্যাটালিয়ন সদরে এক প্রেস ব্রিফিংয়ে বলেন, গত ৩ বছরে মহানন্দা ব্যাটালিয়ন আওতাধীন ৭৫ কিলোমিটার সীমান্তে অভিযান চালিয়ে ১৫ জন আসামিসহ ৩০টি পিস্তল, ৩৯২ রাউন্ড গুলি ও ৪১টি ম্যাগজিন জব্দ করেছে।
বিজিবি আরও জানায়, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১টা থেকে আজ শুক্রবার (২৮ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) সদরের সূর্যনারায়নপুর এলাকা থেকে ২টি ভারতীয় গরু ও শিবগঞ্জের মনাকষা ইউনিযনের গোপালপুর চর থেকে ৪৪ বোতল ভারতীয় মদ জব্দ করে।
আজ শুক্রবার (২৮ নভেম্বর) দুপুরে ৫৩-বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে জহুরপুর বিওপি টহল দল গরু ও মনাকষা বিওপি টহল দল মদ জব্দ করে। এসব মালামালের মূল্য প্রায় ৪ লাখ। জব্দ গরু চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে ও মদ শিবগঞ্জ থানায় জমা করা হয়েছে বলেও জানান অধিনায়ক।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/148209