বগুড়ার শেরপুরের ধর্ষণের অভিযোগে মুয়াজ্জিন গ্রেফতার

বগুড়ার শেরপুরের ধর্ষণের অভিযোগে মুয়াজ্জিন গ্রেফতার

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরের পল্লীতে ধর্ষণের অভিযোগে শাহিন আলম (২৬) নামে এক মুয়াজ্জিনকে গ্রেফতার করেছে শেরপুর থানা পুলিশ। এই ঘটনায় ভিকটিমের বাবা বাদি হয়ে শেরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। শেরপুর থানায় লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার গাড়িদহ ইউনিয়নের হাটগাড়ি মধ্যপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

মেয়েটি গত মঙ্গলবার দিবাগত রাতে নিজ ঘরে ঘুমিয়ে পড়লে সাড়ে ১১ টার দিকে হাটগাড়ি গ্রামের মসজিদের মুয়াজ্জিন সারিয়াকান্দি উপজেলার শিমুলতাইড় গ্রামের আব্দুস সালামের ছেলে শাহিন আলম ঘরের ভিতরে ঢুকে ধর্ষণ করে। এ সময় মেয়েটির চিৎকারে পরিবারের লোকজন এসে তাকে আটক করে।

পরবর্তীতে এই ঘটনাটি এলাকায় মিমাংসার চেষ্টা করে ব্যর্থ হলে গতকাল বৃহষ্পতিবার শেরপুর থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে আসামি শাহিন আলমকে গ্রেফতার করে। এ ব্যাপারে শেরপুর থানার ওসি এসএম মঈনুদ্দীন বলেন, অভিযোগ পাওয়ার পর পুলিশ অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করেছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/148194