নাটোরের বাগাতিপাড়ায় জামায়াতের মহিলাদের নির্বাচনি সমাবেশ
বাগাতিপাড়া (নাটোর) সংবাদদাতা : বাগাতিপাড়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের উদ্যোগে নির্বাচনি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (২৮ নভেম্বর) সকালে তমালতলা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে বাগাতিপাড়া সদর ইউনিয়নের আয়োজনে এ সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়ন শাখার সভানেত্রী শাহানাজ জান্নাত। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ।
তিনি বলেন, নারীরা দেশের উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠার অন্যতম শক্তি। একটি সচেতন ভোট দেশ ও সমাজের ভবিষ্যৎ বদলে দিতে পারে। শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের জন্য যোগ্য প্রার্থীকে ভোট দিন। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন জেলা সেক্রেটারি (মহিলা বিভাগ) শাহনাজ শেলী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আমির মাওলানা এ কে এম আফজাল হোসেন।
সমাবেশে নারীর শিক্ষার গুরুত্ব, ক্ষমতায়ন ও সচেতন ভোট প্রদানের বিষয়ে আলোচনা করা হয়। শেষে নারীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/148193