তারেক রহমানের জন্মদিন ও খালেদা জিয়ার সুস্থতা কামনায় বগুড়ায় শীতার্তের মাঝে কম্বল বিতরণ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষ্যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশুরোগ মুক্তি কামনা করে শীর্তাত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। আজ শুক্রবার (২৮ নভেম্বর) শহরের মাটিডালীতে সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাহিদুল ইসলাম গফুরের আয়োজনে প্রধান অতিথি হিসেবে কম্বল বিতরণ করেন জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এড. নাজমুল হুদা পপন, বিএনপি নেতা আব্দুল গফুর দ্বারা, শহর যুবদলের সাবেক সভাপতি ইনছান আলী, এড. সেলিম রানা, সদর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা রেজাউল করিম টুলু,জেলা কৃষক দলের সাবেক সভাপতি ফার্মার রফিকুল ইসলাম, সরকারি শাহ সুলতান কলেজের সাবেক জিএস সুজাউদ্দৌলা, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এড. সেলিম রানা, বাবুল আহমেদ, আলমগীর হোসেন, শাহিন আশরাফ, আব্দুল করিম, আব্দুস সালাম, সাগর হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বিতরণের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে তারেক রহমানের দীর্ঘায়ু কামনা এবং বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য লাভের জন্য বিশেষ মোনাজাত করা হয়।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/148191