ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক খুন
চট্টগ্রামে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ইসমাইল হোসেন (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত ২টায় কোতোয়ালি থানাধীন জেলা পরিষদ মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।
নিহত ইসমাইল হোসেন লক্ষ্মীপুর সদরের বাসিন্দা। তিনি নগরীর ফিরিঙ্গি বাজার এলাকায় বসবাস করতেন। নগরীর বিভিন্ন এলাকায় হেঁটে হেঁটে চা বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
ঘাতকদের গ্রেফতার করতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
পুলিশ জানায়, রাতে ইসমাইল সাইকেল চালিয়ে লালদীঘি এলাকা থেকে ফিরিঙ্গি বাজারের দিকে যাচ্ছিলেন। জেলা পরিষদ ভবনের বিপরীতে কোতোয়ালি মোড়মুখী সড়কে তিনজন ছিনতাইকারী তার পথরোধ করে। এ সময় ছিনতাইকারীর ছুরিকাঘাতে ইসমাইল গুরুতর আহত হন। গুরুতর আহত অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক মর্গে নিয়ে যাওয়া হয়।
শুক্রবার বিকালে তার ময়নাতদন্ত করে স্বজনদের হাতে হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।
এদিকে ঘটনার পরপরই কোতোয়ালি থানা পুলিশের একাধিক টিম মাঠে নেমেছে। তারা (পুলিশ) ঘটনাস্থলে আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছেন। পুলিশ ঘাতক ছিনতাইকারীদের শনাক্ত করার চেষ্টা করছেন। তবে শুক্রবার বিকাল পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
কোতোয়ালি থানার ওসি আবদুল করিম জানান, রাতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ইসমাইল নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। থানা পুলিশের একাধিক টিম মাঠে রয়েছে। এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি। হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/148187