ঠাকুরগাঁওয়ে হরিনমারী সীমান্তে মাদকদ্রব্যসহ আটক ১
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলার হরিনমারী সীমান্তে মাদকদ্রব্যসহ মো. মিঠুন টেপুয়া নামে একজনকে আটক করেছে বিজিবি। গত বুধবার রাতে মাদক ও মোটরসাইকেলসহ তাকে আটক করা হয়।
আটককৃত মিঠুন জেলার বালিয়াডাঙ্গী উপজেলার উদয়পুর তালগাছ গ্রামের মৃত আব্দুল হকের ছেলে। আজ শুক্রবার (২৮ নভেম্বর) ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি)’র পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বালিয়াডাঙ্গী উপজেলার হরিনমারী সীমান্ত এলাকায় বাংলাদেশের অভ্যন্তরে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে বিজিবির একটি টহল দল।
এসময় ৭শ’ পিস ট্যাপেন্টাডোল ট্যাবলেট ও মোটরসাইকেলসহ মিঠুনকে আটক করা হয়। পরে মাদক ও মোটরসাইকেলসহ তাকে বালিয়াডাঙ্গী থানায় হস্তান্তর করা হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/148186